মমতা ব্যানার্জিকে যাঁরা মা ডেকেছেন, তাঁরাই বিদায় নিয়েছেন! কল্যান প্রসঙ্গে বিস্ফোরক সৌমিত্র খাঁ - Bangla Hunt

মমতা ব্যানার্জিকে যাঁরা মা ডেকেছেন, তাঁরাই বিদায় নিয়েছেন! কল্যান প্রসঙ্গে বিস্ফোরক সৌমিত্র খাঁ

By Bangla Hunt Desk - January 17, 2022

নিউজ ডেস্কঃ মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) যাঁরা মা ডেকেছেন, তাঁরাই বিদায় নিয়েছেন। এবার কল্যাণ ব্যানার্জিও বিদায় নেবেন’। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দ্বৈরথে কটাক্ষপূর্ণ মন্তব্য সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan)। একসময় তৃণমূল থেকে বিজেপিতে আসা ভারতী ঘোষ, শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের প্রসঙ্গ টানলেন তিনি।

আরো পড়ুন- আপনার বাড়ির নিরাপত্তা রক্ষীর কাছে অভিযোগ জানিয়ে আসতে পারি, মহাসচিবকে তীব্র কটাক্ষ মদনের

শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন
“মমতা ব্যানার্জিকে কে যারা মা বলছেন তাঁরাই বিদায় নিয়েছেন। এবার কল্যাণ ব্যানার্জীও বিদায় নেবেন’। ভারতী ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায় এমনকী আমিও নিজের মমতা ব্যানার্জিকে ‘মা’ ডেকেছি, তারপর আমার সকলেই বিদায় নিয়েছি। এবার মমতা ব্যানার্জির কাছের লোক কল্যাণ ব্যানার্জি বিদায় নেবেন’। এখানেই থামেননি তিনি।

সৌমিত্র আরও যোগ বলেন, ‘বাঁকুড়া জেলার ছেলে কল্যাণ ব্যানার্জি। তাঁর লোকসভায় উত্থান ও বক্তব্য অনেকেই মেনে নিতে পারছে না । তাই তাঁকে সুপরিকল্পিতভাবে হঠানো হবে। এটা একটা সুপরিকল্পিত চেষ্টা মাত্র। ভাইপো এবার মুখ্যমন্ত্রী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের ভাইপো রাজ চালু হয়ে গিয়েছে। আমরা যা তিন বছর আগে, ২০১৯ সালে বলেছি, আজ তা আমরা ঘটতে দেখছি’।

আরো পড়ুন- একমাসেই মোহভঙ্গ! ঘাসফুল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক, জোর ধাক্কা তৃণমূলের

কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখন মেলা, খেলা, ভোট সব বন্ধ রাখা উচিত। দু’‌মাস সব বন্ধ রাখা উচিত। তাঁর কথায়, “মানুষ বাঁচলে আমরা বাঁচব। এটা অবশ্য আমার ব্যক্তিগত মত। আর অভিষেকের এই মন্তব্যের পরেই সমালোচনা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কোনও ব্যক্তিগত মত থাকতে পারে না। অনেক বিষয়ে আমারও ব্যক্তিগত মত রয়েছে। কিন্তু দলের শৃঙ্খলার স্বার্থে তা প্রকাশ্যে বলা যায় না।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর