রেলে নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশ, ৩৫ হাজারের বেশি পদে নিয়োগ শুরু - Bangla Hunt

রেলে নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশ, ৩৫ হাজারের বেশি পদে নিয়োগ শুরু

By Bangla Hunt Desk - January 16, 2022

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেলে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হল। ৩৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগে প্রথম ধাপ সেরে ফেলল তাঁরা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ১৩ ক্যাটাগরিতে নিয়োগের পরীক্ষার ফল। এই ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট প্ৰ কাশিত হয়েছে। যেসব প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁরা ওয়েবসাইটে ফলাফল দেখতে পারেন।

রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির ৬টি বিভাগে নিয়োগের প্রাথমিক পর্বের ফল প্রকাশ করল রেল নিয়োগ পর্ষদ (রেলওয়ে রিক্রুইটমেন্ট বোর্ড)। বছর তিনেক আগে ৩৫২৮১ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এক কোটিরও বেশি চাকরিপ্রার্থী আবেদন করেন।

কমপিউটার ভিত্তিক প্রাথমিক পরীক্ষায় শন্যপদের ২০ গুণ প্রার্থীকে বাছাই করেছে রেল। দ্বিতীয় পর্বের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পরে শূন্য পদের সাত গুণ পরীক্ষার্থীকে তৃতীয় পর্বের পরীক্ষার জন্য বাছাই করা হবে বলে পর্ষদ সূত্রে খবর। বাছাই পর্ব শেষে ৩৫ হাজার ২৮১টি পদের জন্যই নির্বাচিতদের তালিকা বের করা হবে।

একটি পদের জন্য এক জনকেই নির্বাচিত করা হবে বলে জানানো হয়েছে। কোনও চাকরি প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করলেও তিনি যে ক্ষেত্রে সব থেকে বেশি নম্বর পাবেন চুড়ান্ত তালিকায় সেই নম্বর গুরুত্ব পাবে।

RRB NTPC CBT 1 পরীক্ষা ২৮ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জুলাই ২০২১ পর্যন্ত সাতটি ধাপে পরিচালিত হয়েছিল। এক কোটিরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। CBT 1 পরীক্ষার ফলাফলের ঠিক আগে RRB একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যাতে জানানো হয়েছিল যে RRB NTPC CEN 01/2019-এ শূন্যপদ পুনরায় বিতরণ করা হয়েছে। বোর্ড প্রাক্তন সেনাদের জন্য ১০ শতাংশ দ্বারা শূন্য পদের সংখ্যা সংশোধন করেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর