চাকরি না পেয়ে আত্মঘাতী মেধাবী পড়ুয়া, রাজ্যের অপদার্থতা ও উদাসীনতার প্রতিবাদ বাম ছাত্র-যুবদের - Bangla Hunt

চাকরি না পেয়ে আত্মঘাতী মেধাবী পড়ুয়া, রাজ্যের অপদার্থতা ও উদাসীনতার প্রতিবাদ বাম ছাত্র-যুবদের

By Bangla Hunt Desk - January 16, 2022

বাংলাহান্ট ডেক্সঃ দু দু’বার আপার প্রাইমারির বা উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দিয়েও মেলেনি চাকরি। দিন দিন অবসাদ বাড়ছিল। সেই মানসিক অবসাদ থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বালুরঘাট শহরের লেপালিপাড়া এলাকার এক আপার প্রাইমারি চাকরি প্রার্থী রাঘো সিং। এই ঘটনা সােশাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেধাবী ছাত্র রাঘো সিংয়ের আত্মহত্যার ঘটনায় রাজ্য সরকারের অপদার্থতা ও উদাসীনতার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ জানালো বালুরঘাটের বাম ছাত্র-যুবরা।

আরো পড়ুন- একরাত্তির প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল অভিষেকের টিম, মধ্যরাতেই ভর্তি করা হল হাসপাতালে

এদিন সন্ধ্যায় বালুরঘাট শহরের ডানলোপ মোড়ে বাম যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়। মৃত চাকরিপ্রার্থীর জন্য মোমবাতি মিছিল করেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, বর্তমান রাজ্য সরকারের আমলে কোনও চাকরি নিয়োগই হচ্ছে না। যার ফলে দিশেহারা হচ্ছেন রাজ্যের যুবক-যুবতীরা। আর সেই জায়গা থেকেই এমন আত্মহননের পথ বেছে নিচ্ছেন তাঁরা বেকার যুবক যুবতীরা। শনিবার সন্ধ্যায় ধিকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র যুব নেতৃত্ব অভিজিৎ মণ্ডল, তন্ময় চ্যাটার্জি, কৌশিক ভট্টাচার্য, সমীরণ সাহা প্রমুখ।

চাকরি না পেয়ে আত্মঘাতী মেধাবী পড়ুয়া

রাজ্যে শিক্ষক নিয়োগ ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে। দীর্ঘদিন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নেই। যেটুকু নিয়োগ প্রক্রিয়া চলছে তাঁতেও হয়েছে একাধিক মামলা। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ আট বছর ধরে ঝুলে রয়েছে। ফলে প্রবল হতাশার অন্ধকারে মেধাবী চাকরি প্রার্থীরা। অনেকেই হতাশার অন্ধকারে ডুবে নিজেদের জীবন শেষ করে দিচ্ছেন।

তেমনি এক হৃদয়বিদারক ঘটনা আবার সামনে এল। দুই বার ইন্টারভিউতে বসেও নিয়োগ না পেয়ে অবসাদে আত্মঘাতী হলেন এক মেধাবী চাকরি প্রার্থী। বালুরঘাটের নেপালী পাড়ার বাসিন্দা আপার প্রাইমারি চাকরি প্রার্থী রাঘো সিং গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনা সােশাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ডিওয়াইএফআই- জেলা সভাপতি সমীরণ সাহা বলেন, “দু’ বার ইন্টারভিউ দিয়েও চাকরি হয়নি। হতাশায় নিমজ্জিত যুব সমাজ। রাজ্য সরকারের ব্যর্থতা ও যুবক-যুবতীদের জন্য এবং মৃত প্রার্থীর জন্য পথে নামলাম আমরা”।

অন্যদিকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরিপ্রার্থী মঞ্চ -এর সম্পাদক আনিসুর রহমান বলেন, “আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে এটা কালো দিন। রাঘো সিংয়ের আত্মহত্যা বেকার যুবক-যুবতীদের যন্ত্রণা, কষ্টের বিষয়। জানি না তাঁর পরিবার কী ভাবে এই কষ্ট কাটিয়ে উঠবে। সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে রাজ্য সরকার ও এসএসসি-কে ধিক্কার জানাই।”

জানা গিয়েছে, বালুরঘাট শহরের নেপালি পাড়ার বাসিন্দা রাঘো সিং গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ালেও, তার মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে অস্বীকার করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর