সদ্যোজাতকে প্রানে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল অভিষেকের টিম, মধ্যরাতেই ভর্তি করা হল হাসপাতালে - Bangla Hunt

সদ্যোজাতকে প্রানে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল অভিষেকের টিম, মধ্যরাতেই ভর্তি করা হল হাসপাতালে

By Bangla Hunt Desk - January 16, 2022

বাংলাহান্ট ডেক্সঃ সদ্যোজাতকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। জন্মের পরে সদ্যোজাত শিশুর হৃদযন্ত্র সমস্যা দেখা দেয়। সদ্যজাত শিশুকে বাঁচাতে ফেসবুকে পোস্ট করেন টালিগঞ্জের পরিচালক অর্ণব মাইতি। পোস্ট দেখিই সক্রিয় হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। শনিবার মধ্যরাতে তারা ওই শিশুটিকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন। সেখানে চিকিৎসা চলছে শিশুটির।

আরো পড়ুন- সেক্সডল কিনতে গিয়ে ‘প্রতারণার ফাঁদে’ স্কুলশিক্ষক! খোয়ালেন ৩৭ লক্ষ টাকা

সদ্যোজাতকে প্রানে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল অভিষেকের টিম

জানা গিয়েছে, তিনদিন আগে দমদমের আইএলএস হাসপাতালে পুত্রসন্তান প্রসব করেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা জয়ন্ত দেবনাথের স্ত্রী পূজা দেবনাথ। জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। তবে তার যে অপারেশনের প্রয়োজন তা সব জায়গায় হয় না। কলকাতায় একমাত্র এসএসকেএম ও মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে পাওয়া যায় এই পরিষেবা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের সুবাদে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় জয়ন্ত দেবনাথ ও পূজা দেবনাথের তিনদিনের শিশুকে। এক পয়সাও দিতে হয়নি পরিবারকে।

শিশুটির বাবা জয়ন্ত দেবনাথ জানান, “সকালে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে বাচ্চার খোঁজ খবর নেওয়া হয়েছে। যেকোনো রকম দরকারে পাশে থাকার আশ্বাসও মিলেছে।” শিশুটি এখন মুকুন্দপুরের হাসপাতালের ডঃ দেবব্রত নন্দীর চিকিৎসাধীন রয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর