সেক্সডল কিনতে গিয়ে 'প্রতারণার ফাঁদে' স্কুলশিক্ষক! খোয়ালেন ৩৭ লক্ষ টাকা - Bangla Hunt

সেক্সডল কিনতে গিয়ে ‘প্রতারণার ফাঁদে’ স্কুলশিক্ষক! খোয়ালেন ৩৭ লক্ষ টাকা

By Bangla Hunt Desk - January 16, 2022

বাংলাহান্ট ডেক্সঃ চাইনিজ সেক্স ডল কিনতে গিয়ে এবার প্রতারণার শিকার হলেন এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। অভিযোগ, বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে শিক্ষকের কাছ থেকে ৩৭ লক্ষ টাকা হাতিয়ে নেন এক প্রতারক। দীর্ঘদিন কেটে গেল পুতুল না পেয়ে থানায় অভিযোগ করেন শিক্ষক। পরে শিক্ষকের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি রাজগঞ্জে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০২০ সালে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিলিগুড়ির হংকং মার্কেটের একটি দোকানে সেক্স টয় কিনতে গিয়েছিলেন। দোকানদার তাঁকে বলেন, পুতুলটির অনেক দাম, বিদেশ থেকে আনাতে হবে। তিনি যদি অগ্রিম ১ লক্ষ টাকা দিয়ে বায়না করেন তবে তাঁরা পুতুলটি বিদেশ থেকে আনানোর ব্যবস্থা করবেন। শিক্ষক মশায় এই শর্তে রাজি হয়ে অগ্রিম টাকা দিয়ে দেন।

এরপর শুরু হয় প্রতারণার ফাঁদ পাতার কাজ। শিক্ষককে জানানো হয়, পুতুলটি তাঁর বাড়িতে ডেলিভারি দিতে যাওয়ার সময়ে রাস্তায় পুলিস ধরে ফেলে লাইনম্যানকে। পুলিসের জেরার মুখে লাইনম্যান শিক্ষকের নাম বলে ফেলেছেন। এবার পুলিসকে টাকা দিতে হবে। নইলে পুলিস গ্রেফতার করবে শিক্ষককে। এই ঘটনার অবতারণা করে শুরু হয় শিক্ষককে প্রতারণা। এবং এর সূত্রে দফায় দফায় তাঁর কাছ থেকে ৩৭ লক্ষ টাকা আদায় করা হয়। এই টাকা মেটাতে জমি পর্যন্ত বিক্রি করেন ওই শিক্ষক। এরপর আর টাকা দিতে না পেরে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন তিনি। 

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, একটি বিশেষ ধরনের পুতুল কিনতে গিয়ে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রতারকদের ফাঁদে পড়ে ৩৭ লক্ষ টাকা খুইয়েছেন। এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছিলেন। তদন্ত করে পবন দাস নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

(সেক্সডল কেনাকাটা ভারতের বাজারে সম্পূর্ণ নিষিদ্ধ না হলেও এর উপর কিছু শর্ত আরোপিত আছে।)

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর