একজন নেতা বিজেপিকে শেষ করছে, সময়মতো বোম ফাটাব! হুঁশিয়ারি শান্তনুর - Bangla Hunt

একজন নেতা বিজেপিকে শেষ করছে, সময়মতো বোম ফাটাব! হুঁশিয়ারি শান্তনুর

By Bangla Hunt Desk - January 15, 2022

কলকাতা: এ বার প্রকাশ্যেই বিজেপির অন্তর্কলহ। বিজেপি-র রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। জানিয়ে দিলেন, একজন নেতা দলকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। এ ভাবে বিজেপি-কে শেষ হতে দেবেন না তাঁরা। ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

আরো পড়ুন- UP Assembly Polls 2022 : গোরক্ষপুর থেকেই ভোট লড়ছেন যোগী, প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

বিজেপির নতুন রাজ্য কমিটিতে জায়গা না পেয়ে একে একে বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন দলের বিধায়ক থেকে নেতারা। কমিটি থেকে বাদ পড়েছেন শান্তনু-সহ মতুয়া বিধায়করা, এছাড়া রাজ্য কমিটিতে জায়গা না পেয়ে সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারি ও রাজু বন্দ্যোপাধ্যায়ও রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে শনিবার বিক্ষুব্ধ বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন শান্তনু। আর বৈঠক থেকে বেরিয়েই সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন।

এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু বলেন, ‘‘বঙ্গ বিজেপি-র কমিটিতে দলের ক্ষতি হচ্ছে। এক জন নেতা দলকে কুক্ষিগত করতে চাইছেন। মনে হয়, অন্য দলের সঙ্গে সংযোগ রয়েছে তাঁর। এ ভাবে চোখের সামনে বিজেপি-কে শেষ হতে দেব না আমরা। প্রয়োজনে আন্দোলনে নামব।’’

শান্তনু আরো দাবি, নতুন যে কমিটি গড়া হয়েছে, তা আসলে শাসকদলের সঙ্গে মিলে বিজেপি-কে রাজ্য থেকে উৎখাত করার ষড়যন্ত্র। তাঁর মতে, মতুয়ারা বাদ পড়েছেন বলে নয়, দলের ৯০ শতাংশ অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গড়া হয়েছে। তাতে রাখা হয়েছে অনভিজ্ঞ লোকজনকে, যাতে ক্ষমতা হস্তগত করতে সুবিধা হয়।

ইতিমধ্যেই নিজেদের আপত্তির কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন শান্তনু। তবে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। বরং তাঁর মতে, তৃণমূল স্তরে এসে দলের কর্মীদের কাছ থেকে খোঁজ নেওয়া সম্ভব নয় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে। কিন্তু যে ভাবে চলছে, তাতে রাজ্যে সব প্রান্ত থেকে রোষ আছড়ে পড়তে পারে। তাই কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ জরুরি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর