কালিয়াচকের পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো মাদক কারবারিরা, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুরুতর জখম যুবক - Bangla Hunt

কালিয়াচকের পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো মাদক কারবারিরা, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুরুতর জখম যুবক

By Bangla Hunt Desk - January 15, 2022

মালদাঃ- মাদকের লেনদেনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল মাদক কারবারীদের বিরুদ্ধে । শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে কালিয়াচকের বালিয়াডাঙ্গায়। তবে গুলিতে পুলিশের কেউ জখম না হলেও গুলিবিদ্ধ হলেন স্থানীয় এক যুবক। তাঁর তলপেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন- Dilip Kumar: না রয়েছে কোন ছেলে, না রয়েছে মেয়ে! তাহলে দিলীপ কুমারের ৬৮০০ কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রাজীব শেখ । তার বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরাতে। এদিকে যে মাদক কারবারি গুলি চালিয়েছিল বলে অভিযোগ, পিছু ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ। সেই মাদক কারবারির নাম আসমাউল শেখ। তার বাড়ি কালিয়াচকের কলেজ মোড়ে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার। তবে ওই কারবারির সঙ্গে থাকা আরও এক মাদক কারবারি পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর