

সম্প্রতি ডায়মন্ডহারবার মডেলকে প্রতিস্থাপন করার জন্য অভিষেককে ঝাঁজালো আক্রমণ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নেতা মানতে রাজি নন বলে সাফ জানিয়েছেন তিনি। বঙ্গ রাজনীতিতে শুরু চাপানউতোর। তারপরেই এবার টুইট করলেন অভিষেকের তুতো ভাই। লিখলেন, শ্রীরামপুর নতুন সাংসদ চায়। হ্যাঁ, ইস্যুটি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করতে শোনা গিয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে নেতা মানতে রাজি নন বলে সাফ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদটি হল সর্বক্ষণের। সেই কারণেই এই পদে বসার পর কারো কোন ব্যক্তিগত মত আলাদা করে থাকে না। মমতাই নেতা এবং অভিষেক শুধুমাত্র একজন পদাধিকারী। এখনও পর্যন্ত অভিষেকের নেতৃত্বের কোন প্রমাণ পাওয়া যায়নি। ত্রিপুরা, গোয়া জিতিয়ে মুখ্যমন্ত্রী করে দিলে, তখন অভিষেককে নেতা বলে মনে করা হবে’।
আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা বাড়ল আরও। অভিষেকের ভাই তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য আকাশ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্টে লেখা ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’। শ্রীরামপুরেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই বুঝতে অসুবিধা হয় না যে, অভিষেক-শিবিরে বাড়ছে কল্যাণ-বিরোধিতা।
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে নিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতৃত্বের দাওয়াই কাজে আসছে না। ফলে দলের অন্দরে বিভক্ত পরিবেশ তৈরি হচ্ছে। কারণ বিষয়টি নিয়ে এবার অভিষেকের পক্ষ নিয়েছে তাঁর পরিবার। ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ বলে নেটমাধ্যমে পোস্টার পড়েছে। আর এই সংযোজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়।

সুতরাং দলের অন্দরে খেলা জমে গিয়েছে বলে মনে করা হচ্ছে। দেখা গিয়েছে, ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ মর্মে একটি পোস্টার টুইট করা হয়েছে। আর লেখা হয়েছে, ‘নিজেকে হাস্যস্পদ না করে আপনার চারদিকে যে পরিবর্তন ঘটছে, তাকে সসম্মানে মেনে নিন।’
তবে টুইটের কোথাও কল্যাণের নাম নেই। শুধু টুইটে যুক্ত করা হয়েছে ‘উইথএবি’ হ্যাশট্যাগ। যার অর্থ দাঁড়ায় ‘এবি’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স