ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দুর্ঘটনা নাশকতা? রেলমন্ত্রী বললেন.. - Bangla Hunt

ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দুর্ঘটনা নাশকতা? রেলমন্ত্রী বললেন..

By Bangla Hunt Desk - January 14, 2022

এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)। ট্রলিতে চেপে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর বলেছেন, “তদন্ত শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় নাশকতার তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না রেল। এদিন ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, রেল লাইনে কোনও সমস্যা ছিল না। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে সম্পূর্ণ ঘটনার তদন্ত না হলে বিষয়টি বলা সম্ভব নয়। পাশাপাশি তাঁকে এই ঘটনায় কেএলও জঙ্গি সংগঠনের কোনো যোগসাজশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , এর পেছনে জঙ্গী নাশকতার কোন যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি যতক্ষণ না পর্যন্ত পূর্ণ তদন্ত হবে, ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। তবে নিরাপত্তায় কোন খামতি ছিলনা।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

শুক্রবার শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যালে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে এসে এমনটাই বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনার তদন্তে আসছে রেলের সেফটি কমিশনার,সমস্ত ঘটনা তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর