রাত পোহালেই মকর সংক্রান্তি, পিঠে পুলি তৈরিতে ব্যস্ত বাঙালি - Bangla Hunt

রাত পোহালেই মকর সংক্রান্তি, পিঠে পুলি তৈরিতে ব্যস্ত বাঙালি

By Bangla Hunt Desk - January 13, 2022

মালদাঃ- কথায় আছে বাঙালির বারোমাসে তেরো পারবোন আর তার মাঝে আগামীকাল মকর সংক্রান্তি আর তার আগে পিঠে পুলির উপকরণ তৈরির করতে ব্যস্ততা শুরু হয়েছে বাঙালির ঘরে ঘরে । মালদা জেলার বিভিন্ন জায়গায় সাথে গাজোলের রাঙ্গাভিটা গ্রামে ধরা পড়ল সেই ব্যস্ততার ছবি। ঢেঁকি কুটা চাল এখন আর পাওয়া না গেলেও গাজোলে রাঙ্গাভিটা গ্রামে সেই ছবি উঠে আসলো, ঢেঁকিতে চাল কুটে আটা তৈরীর কাজে ব্যস্ত বাড়ির বৌয়েরা। ইতিমধ্যেই ঢেঁকি কোটা চালে স্বাদ বেশি হওয়ায় এখন সেই গ্রামে বেশি ভাগ বাড়িতে চাল কুটছেন তারা। আগামীকাল সেই আটা দিয়ে তারা পিঠে পুলি তৈরি করবেন এমনটাই জানালেন। মালদা জেলা জুড়েই পৌষ সংক্রান্তির ব্যস্ততা এখন তুঙ্গে।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর