হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা' করল উত্তর কোরিয়া - Bangla Hunt

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ করল উত্তর কোরিয়া

By Bangla Hunt Desk - January 12, 2022

দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ করল উত্তর কোরিয়া। সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে দাবি, মঙ্গলবার রাষ্ট্রপ্রধান কিম জং উনের উপস্থিতিতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় ১,০০০ কিলোমিটার দূরে সাগরে ভাসমান লক্ষ্যবস্তুতে নির্ভুল ভাবে আঘাত করতে সক্ষম হয়।

আরো পড়ুন- UP Assembly Election 2022: উত্তরপ্রদেশে বিজেপিতে ভাঙন! ২৪ ঘন্টার মধ্যে ফের দল ছাড়লেন আর এক মন্ত্রী

সংবাদমাধ্যমের দাবি, মিসাইলটি ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অভ্রান্তভাবে লক্ষ্যভেদ করতে পারে। হাইপারসনিক হওয়ায় এর লক্ষ্যভেদের ক্ষমতা অনেক বেশি। এই নিয়ে উত্তর কোরিয়া দ্বিতীয় হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করল বলে সংবাদমাধ্যমের দাবি। তবে সংবাদমাধ্যমের দাবি ঠিক কি না, তা খতিয়ে দেখা যায়নি।

নতুন বছরের প্রথম দু’সপ্তাহে তিন বার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করল উত্তর কোরিয়া। এর আগে গত ৫ এবং ৬ জানুয়ারিও সফল ভাবে আধুনিক এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করা হয়েছিল সে দেশের সরকারি সংবাদমাধ্যমে। হাইপারসনিক-এর অর্থ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন। মাইলের এককে ধরলে প্রতি সেকেন্ডে এক মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে এই হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর