

ফেসবুক জুড়ে ভাইরাল হরেকৃষ্ণ নাম। হলোটা কি? নতুন প্রজন্ম মেতেছেন কৃষ্ণ নামে। তাও আবার সোশ্যাল মিডিয়ায়? ফেসবুক ওয়ালে, স্টোরিতে, এমনকি অনেকে প্রোফাইল ছবিতেও লিখেছেন হরেকৃষ্ণ। সঙ্গে একটি নম্বর ১১৭৬। কিন্তু কেন ১১৭৬? প্রশ্নটা হয়তো জাগছে অনেকের মনেই। তার আগেই শেয়ার করে দিচ্ছেন না, হয়তো না বুঝেই। যার জেরে ভাইরাল ১১৭৬ হরেকৃষ্ণ (1176 Hare Krishna)
সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে এই ‘১১৭৬ হরে কৃষ্ণ’ (1176 Hare Krishna) এখন দারুণভাবে ভাইরাল ৷ ১০ জনের মধ্যে ৮ জনই নিজেদের ওয়ালে এই পোস্ট করছেন ৷ অনেকে এটা নিয়ে হাসি-ঠাট্টাও করছেন ৷ অনেকে মজা করে অনেক মন্তব্যই করছেন ৷ অনেকে আবার সিরিয়াসও ৷ এই নম্বর লিখলে নিজের মনঃস্কামনা নাকি পূরণ হবেই ৷ এমনটাই বিশ্বাস অনেক মানুষের ৷

1176 হরেকৃষ্ণের আসল অর্থ কি?
হরে কৃষ্ণমন্ত্র হল ১১৭৬ শব্দের একটি মন্ত্র যা রঘুনন্দন ভট্টাচার্য রচিত কলি-সন্তরণ উপনিষদে বর্ণিত। এটি ষোড়শ শতাব্দীর সময় থেকে চৈতন্য মহাপ্রভুর শিক্ষনের মাধ্যমে ভক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মন্ত্রটি তিনটি সংস্কৃত নাম দ্বারা রচিত। গীতাতে উল্লেখ করা আছে যদি কেউ এই মন্ত্রটি না বলে হরেকৃষ্ণ বা রাধা কৃষ্ণের আগে ১১৭৬ পাঠ করে, তাহলে সেই ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে বা মনের বাসনা পূর্ণ হওয়ার সম্ভবনা থাকে।

তবে তরুণ প্রজন্মরাও এই কৃষ্ণ নাম শেয়ার করছেন। অনেকে আবার ট্রেন্ডে গা ভাসিয়ে কারণ না জেনেই শেয়ার করে দিচ্ছেন কোনও ভালো ফলের আশায়। নেটিজেনদের একদল অবশ্য একে স্রেফ কুসংস্কার বলছেন। হঠাৎ করেই এই কৃষ্ণ নাম ভাগ্য বদলে দেবে তা মানতে নারাজ তারা। যেখানে স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণই বলেছেন, কর্ম করে যাও ফলের আশা করো না। গীতা এবং মহাভারতেই ভগবান শ্রী কৃষ্ণের বাণীর উল্লেখ আছে। ভগবান শ্রী কৃষ্ণ বলেছিলেন, আমাদের যে কোনও ইচ্ছাপূরণ আমাদের কর্মের দ্বারাই সম্ভব হয়।
এই নিয়েই চলছে জোর বিতর্ক ৷ আসলে ১১৭৬ নম্বরটি হল একটি ‘এঞ্জেল’ নম্বর ৷ এবং এই নম্বর ‘উইশ’ বা মনের ইচ্ছে পূরণ করার জন্য নাকি ‘লাকি’ নম্বরও বটে ৷ তাই এটা লিখে কেউ যদি মনের ইচ্ছা জানায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নাকি সেই উইশ পূরণ হবে ৷ এমন ধারনা থেকেই এখন সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে এই লেখা ৷

তবে এই নম্বর নিয়ে হাসিঠাট্টা করতে রাজি নন অনেকেই ৷ এটি আদতেই একটি এঞ্জেল নম্বর বলে দাবি করেছেন প্রচুর সংখ্যায় মানুষ ৷ ১১৭৬ নম্বরটি জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নম্বর ৷ এঞ্জেল নম্বর হল সেই সব নম্বর, যেগুলোর মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে, যে নম্বরগুলো দেখলে বা মন্ত্রোচ্চারণের মত পড়লে জীবনে কিছু ভালো হবে বলেই মনে করা হয়। এই নম্বর সারা দিনে জপ করে কেউ যদি নিজের মনের ইচ্ছা বলেন, তাহলে তা পূরণ হবে বলেই ধারনা অধিকাংশ মানুষের।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স