রুদ্রনীলকে এক ঝুড়ি ফল 'উপহার' দোকানির, সঙ্গে ধার মেটানোর আর্জি! - Bangla Hunt

রুদ্রনীলকে এক ঝুড়ি ফল ‘উপহার’ দোকানির, সঙ্গে ধার মেটানোর আর্জি!

By Bangla Hunt Desk - January 11, 2022

কলকাতা: টেবিলে রাখা আপেল, পেয়ারা, বেদানা, শাঁকালু, জামরুল, মুসাম্বি-সহ একাধিক ফল। সামনের ছোট্ট কার্ডে লেখা, ‘শুভেচ্ছাবার্তা। অরাজনৈতিক কারণে ফল পাঠালাম। দয়া করে সেরে উঠে ধার মিটিয়ে দেবেন। ইতি দোকানদার।’ সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) স্বয়ং। ক্যাপশানে লিখেছেন, ‘চিন্তার বিষয়’

করোনা আক্রান্তদের বাড়িতে ঝুড়ি ভরা ফল ও মিষ্টি পাঠিয়ে সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ফলের ঝুড়ি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পৌঁছে গিয়েছে বেশ কিছু সাংবাদিকের বাড়িতেও। তবে কী সোশ্যাল মিডিয়ায় সেই ফল পাঠানোকেই এইভাবে বিঁধলেন রুদ্রনীল? সবটাই কি অভিনেতার মস্তিষ্কপ্রসূত নাকি সত্যিই তাঁকে ফল পাঠিয়েছিল কোনও এক বেনামি ‘দোকানদার’? অরাজনৈতিক লেখার মধ্যেও যেন লুকিয়ে আছে রাজনীতির ছোঁয়া। তবে অভিনেতা স্পষ্ট, এই ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর