সুপ্রিমকোর্টে এবার করোনার হামলা, আক্রান্ত ৪ বিচারপতি, ১৫০ কর্মী - Bangla Hunt

সুপ্রিমকোর্টে এবার করোনার হামলা, আক্রান্ত ৪ বিচারপতি, ১৫০ কর্মী

By Bangla Hunt Desk - January 10, 2022

সুপ্রিমকোর্টে এবার করোনার হামলা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সুপ্রিম কোর্টের অন্তত ৪ জন বিচারপতি কোভিড আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে কর্মরত আরও অন্তত ১৫০ জন কর্মীও কোভিড আক্রান্ত বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে মোট ৩২ জন বিচারপতি রয়েছেন এবং ৩০০০ জন কর্মী কাজ করেন সেখানে। এর আগে সংসদ ভবনেও প্রচুর কর্মীর শরীরে করোনার খোঁজ মেলে।

জানা গিয়েছে, সংসদ ভবনের ৪০০ জন কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। গত ৬ থেকে ৭ জানুয়ারি সংসদ ভবনের কর্মীদের কোভিড পরীক্ষা হলে জানা যায় তাদের মধ্যে ৪০০ জনের শরীরেই রয়েছে করোনাভাইরাস। সংসদের মোট ১৪০৯ জন কর্মীর মধ্যে ৪০২ করোনা আক্রান্ত। তাদের সকলের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে ২০০ জন লোকসভার কর্মী, ৬৯ জন রাজ্যসভার কর্মী এবং ১৩৩ জন উভয় কক্ষের হয়েই কাজ করেন। এই আবহে বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের সব কর্মীদের সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর