তারাপীঠের সমস্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ! সংক্রমণ রুখতে সিদ্ধান্ত জেলা প্রশাসনের - Bangla Hunt

তারাপীঠের সমস্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ! সংক্রমণ রুখতে সিদ্ধান্ত জেলা প্রশাসনের

By Bangla Hunt Desk - January 09, 2022

রাজ্য জুড়েই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বীরভূমে দৈনিক সংক্রমণ বেড়ে ৭০০-র কাছে পৌঁছে গিয়েছে শনিবার। এই পরিস্থিতিতে তারাপীঠের সমস্ত হোটেল বন্ধ করার সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন।

কোভিডের সাম্প্রতিক স্ফীতির মধ্যেও তারাপীঠে পর্যটকদের ভিড় বাড়ছিল। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে তারাপীঠে বাইরের লোকেদের প্রবেশ আগেই নিষিদ্ধ করা হয়েছিল প্রশাসনের তরফে। এ বার জেলা প্রশাসন জানাল, রবিবার ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি অর্থাৎ, শনিবার পর্যন্ত তারাপীঠের সমস্ত হোটেল বন্ধ রাখতে হবে। প্রশাসনের নির্দেশ মতো রবিবার থেকেই আর কোনও পর্যটককেই হোটেলে থাকতে দেওয়া হবে না। যাঁরা আগে থেকেই হোটেলে রয়েছেন, তাঁদের রবিবার দুপুর ১২টার মধ্যে হোটেল ছেড়ে দিতে বলা হয়েছে।

কিন্তু এখন শীতকাল। উপরন্তু পিকনিকের মরসুম। তাই ভিড় বাড়ছিল পর্যটকদের । যেভাবে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তিত রাজ্য সরকার । সেইদিক ভেবে এবার তারাপীঠে হোটেল বন্ধ রাখার নির্দেশ দিল বীরভূম জেলা প্রশাসন । সেইমতই আজ থেকে আর কোন পর্যটককেই হোটেলে রুম দেওয়া হবেনা । যেসমস্ত পর্যটক হোটেলে রয়েছেন তাদের আজ দুপুর বারোটার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। এক পর্যটক বলেন, “আমরা জানতাম না। হঠাৎ করে বলা হয় যে বারোটার পর আর থাকতে পারা যাবে না। আমাদের দু’দিন পরে ট্রেন। একটু যদি সময় দেওয়া হতো ভালো হত”

এদিকে হোটেলে থাকা পর্যটকদের দাবি কয়েক ঘণ্টার নোটিশে হোটেল বন্ধের সিদ্ধান্ত না নিয়ে দু’দিন সময় দিয়ে হোটেল বন্ধ করার সিদ্ধান্ত নিলে ভালো হত। অনেকেই ফেরার টিকিট রয়েছে দু’দিন বা তিন দিন পরে । সুতরাং বিপাকে পড়তে হচ্ছে তাদের । এদিকে হোটেল বন্ধের নির্দেশ দিতেই জনশূন্য তারাপীঠ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর