শর্তসাপেক্ষে খোলা রাখা যাবে সেলুন ও বিউটি পার্লার, কোভিডবিধিতে ছাড় নবান্নের - Bangla Hunt

শর্তসাপেক্ষে খোলা রাখা যাবে সেলুন ও বিউটি পার্লার, কোভিডবিধিতে ছাড় নবান্নের

By Bangla Hunt Desk - January 08, 2022

কোভিড-বিধিনিষেধে ফের ছাড় ঘোষণা নবান্নের। ৫০ শতাংশ আসন খালি রেখে সেলুন ও বিউটি পার্লারগুলি খোলা রাখার কথা বলা হয়েছে। শনিবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ রাত ১০টা অবধি বিউটি পার্লার, সেলুন খোলা রাখা যাবে।

তবে এই ছাড় পেতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত, সেগুলি হল-

• ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার খোলা রাখা যাবে।

• কোনওভাবেই একসঙ্গে বেশি লোকের ভিড় করা যাবে না।

• সেলুন বা বিউটি পার্লারে যেসব কর্মী কাজ করবেন, তাঁদের সম্পূর্ণ টিকাকরণ হতে হবে।

• কোভিড প্রোটোকল (Covid Protocol) সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।

• সেলুন এবং বিউটি পার্লার নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্যানিটাইজ করতে হবে।

২ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিউটি পার্লার, সেলুন, জিম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কিছুটা নিয়ম শিথিল করে সেলুন ও বিউটি পার্লার খোলার বিষয়ে নির্দেশ জারি করা হলেও, জিম খোলার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর