শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট - Bangla Hunt

শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট

By Bangla Hunt Desk - January 07, 2022

গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট। শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) অনুমতি দিল কলকাতা হাইকোর্ট Calcutta High Court । কোভিড বিধি (Covid19) মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই তিন সদস্যের কমিটির মাথায় থাকবেন মুখ্যসচিব।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শুক্রবার সওয়াল-জবাব শেষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিলেন শর্তসাপেক্ষে। তিনি সাফ জানালেন, করোনা বিধি মেনে এই মেলার আয়োজন করতে হবে। কোথাও কোনও ফাঁক রাখা চলবে না। এ জন্য প্রধান বিচারপতির ডিভিশম বেঞ্চ একটি তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিলেন।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, তিন সদস্যের কমিটির মাথায় থাকবেন রাজ্যের মুখ্যসচিব। থাকবেন বিরোধী দলনেতা বা তাঁর পক্ষের কোনও প্রতিনিধি এবং থাকবেন মানবাধিকার কমিশনের কোনও প্রতিনিধি। এই কমিটির প্রধান কাজ হবে গঙ্গাসাগর মেলায় করোনা বিধি সঠিকভাবে মানা হচ্ছে কি না, তার দিকে নজরে রাখা। কোনও শর্ত ভাঙা হলে তৎক্ষণাৎ মেলা বন্ধের নির্দেশ দিতে পারে হাইকোর্ট বলেও সতর্ক করেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

পেশায় চিকিৎসক অভিনন্দন মণ্ডল মেলা বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারী অভিনন্দন মণ্ডলের বক্তব্য, ‘প্রায় ৩০ লাখ মানুষ প্রতিবছর গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নানে অংশ নেন। কোভিড পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ জনসমাগমে জনস্বাস্থ্য যে ব্যাহত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।’ আবেদনকারী আরও বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্যের মানুষ চরম দুর্গতি সম্মুখীন হয়েছিলেন। আমি নিজে চিকিৎসক, তাই চাই না একইভাবে সাগর মেলার জনস্রোতের জেরে রাজ্যে পুনরায় তৃতীয় ঢেউ আছড়ে পড়ে।’

এদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিড় জমতে শুরু করেছে আউট্রাম ঘাটে। ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীদের অধিকাংশেরই মুখে মাস্ক নেই। ক্যামেরার সামনে চাদর দিয়ে মুখ ঢাকার চেষ্টা। কারও যুক্তি, গঙ্গাসাগরে পুণ্য করতে যাচ্ছেন। করোনার পাপ তাঁদের স্পর্শ করবে না। সকালে দেখা মেলেনি পুলিশের। তবে বেলা বাড়তেই বাবুঘাটে মাস্ক বিলি করতে শুরু করে পুলিশ। আগামীকাল থেকে পুলিশ কিয়স্কেই হবে করোনা পরীক্ষা। তার প্রস্তুতিও শুরু হয়েছে।

গঙ্গাসাগন মেলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বাড়ছিল আইনি জট। হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বেড়েছে রাজনৈতিক তরজা। এমনকী গঙ্গাসাগর মেলা নিয়ে বারেবারেই মমতা বন্দোপাধ্যায়ের সরকারের উপর আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি হিন্দু বিরোধী তকমা ঘোচাতেই এত করে মেলা করতে চাইছে রাজ্য সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর