উত্তরপ্রদেশে বিধানসভা ভোট কি নির্দিষ্ট সময় হবে? জানালেন মুখ্য নির্বাচন কমিশনার - Bangla Hunt

উত্তরপ্রদেশে বিধানসভা ভোট কি নির্দিষ্ট সময় হবে? জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

By Bangla Hunt Desk - December 30, 2021

কোভিড পরিস্থিতিতে নির্বাচনের জন্য উত্তরপ্রদেশ কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে তিন দিনের রাজ্যসফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সেখানে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “নির্দিষ্ট সময়ে উত্তরপ্রদেশে ভোট হওয়ার জন্য সহমত পোষণ করেছে সমস্ত রাজনৈতিক দল। তাঁরা আমাদের জানিয়েছে কোভিডবিধি মেনে নির্ধারিত সময়েই ভোট করানো হোক।”

আরো পড়ুন- কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমণ ! রাজ্যকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্র

মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৮০ বছরের ঊর্ধ্বে, শারীরিক ভাবে অক্ষম এবং কোভিডে আক্রান্ত ব্যক্তিরা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। তিনি আরও জানিয়েছেন, প্রতিটি বুথে ভিভিপ্যাটের ব্যবস্থা থাকবে। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এক লক্ষ বুথে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। একই সঙ্গে এ বার ভোট দেওয়ার সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। সকাল ৮টা থেকে ভোট শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আগামী বছরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। দেশে ফের কোভিড সংক্রমণ বাড়তে শুরু করায় এ রকম  পরিস্থিতিতে রাজ্যে ভোট করানো উচিত না কি উচিত নয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু ভোট পিছনোর পক্ষে রাজি ছিল না কোনও দলই। বিষয়টি ঠিক করতে সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানেই সব ক’টি দল নির্ধারিত সময়েই ভোট করানোর পক্ষে সায় দেয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর