কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমণ ! রাজ্যকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্র - Bangla Hunt

কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমণ ! রাজ্যকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্র

By Bangla Hunt Desk - December 30, 2021

দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আট রাজ্যকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি লিখলেন তিনি। গত দু’সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েছে, তা নিয়ে চিঠিতে উদ্বেগ প্রকাশ কেন্দ্রের।

আরো পড়ুন- এখনই লকডাউন নয়, ওমিক্রণ রুখতে অবিলম্বে বিদেশি বিমান বন্ধ করার প্রস্তাব মমতার

উৎসবের মরশুমে রাস্তাঘাটে ভিড় বাড়ছে। সম্প্রতি বড়দিনের উৎসবে গা ভাসায় শহরবাসী। সামনেই নতুন বছর। সাময়িক আনন্দ যাতে বিষাদে পরিণত না হয়, সেই জন্য রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। দ্রুততার সঙ্গে সমস্ত রকমের জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। গত দু’সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত বাড়ার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেহেতু ওমিক্রনের (Omicron) আতঙ্ক রয়েছে সেজন্য আগত আন্তর্জাতিক যাত্রীদের উপর নজর রাখার কথা বলা হয়েছে। ফের বিধিনিষেধ অরোপ করার, পরীক্ষার হার বাড়ানো, কন্টেনমেন্ট জোন তৈরি, বাফার জোন তৈরির পরামর্শ চিঠিতে দিয়েছেন রাজেশ ভূষণ। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, হরিয়ানা, তামিননাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং ঝাড়খণ্ডকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, কয়েকটি শহরে আক্রান্তের সংখ্যা উল্লেযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের গতি রোধ করত এবং ভাইরাসের শৃঙ্খল ভাঙতে এখন থেকেই কড়া পদক্ষেপ করতে হবে। না হলে সমূহ বিপদ। পাশাপাশি হাসপাতালগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা যে কী হারে বৃদ্ধি পেয়েছে, সেটা বৃহস্পতিবারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন থেকে স্পষ্ট। দৈনিক সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে একলাফে ৩০ শতাংশ বাড়ল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন, প্রাণ হারিয়েছেন ২৬৮ জন। যা রীতিমতো উদ্বেগজনক। মঙ্গলবার সারা রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় একলাফে সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। দীর্ঘ প্রায় ৮ মাস পর ফের রাজ্যে হাজারের গন্ডি ছাড়াল করোনার সংক্রমণ। বুধবার পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,১৫৯ জন। তারমধ্যে কলকাতাতেই একদিনে ৫০০ পার করেছে সংক্রমণ। বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। রাজ্যে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০।

উল্লেখ করা যেতে পারে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এর আগেও সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রয়োজনে কড়া পদক্ষেপ করার কথাও বলা হয়। করোনা ও ওমিক্রনের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে করোনা একাধিক রাজ্য জারি হয়েছে কড়া বিধিনিষেধ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর