কাঁচরাপাড়ায় দুঃসাহসিক চুরি, বাড়ির দরজা ভেঙে লুট সর্বস্ব - Bangla Hunt

কাঁচরাপাড়ায় দুঃসাহসিক চুরি, বাড়ির দরজা ভেঙে লুট সর্বস্ব

By Bangla Hunt Desk - December 26, 2021

আবারও কাঁচরাপাড়ায় দুঃসাহসিক চুরি। বাড়ির দরজা ভেঙে চুরি গেল সর্বস্ব। চুরি যেন কাঁচরাপাড়ায় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এবার কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের কালিনগর রোড অঞ্চলে বাড়ির দরাজা ভেঙে সর্বস্ব চুরি করল চোর। টাকা পয়সা, গহনাগাটি, কাসা পিতল সহ সর্বস্ব চুরি গিয়েছে বলে খবর।

জানা গিয়েছে, মনিষা মন্ডল নামে ভাড়াটিয়া বাড়িতে একাই থাকতেন, স্বামী ও ছেলে কর্মসুত্রে বাইরে থাকেন। বাড়ির তিন তলায় থাকতেন বাড়ির মালিক তনুশ্রী সাহা।
এদিন সকাল দশটা নাগাদ বাড়ির মালিকের ছোট মেয়ে নিচে নেমে দেখতে পায় দরজা ভাঙা। এলোমেলো হয়ে পড়ে আছে গোটা ঘর।

বাড়ির মালিক তনুশ্রী সাহার দাবি, আমার ভাড়াটিয়া তালা মেরে গতকাল বাড়িতে আসেননি। ভাড়াটিয়া বাড়িতে নেই সে বিষয়টি তিনি জানতেন না। সকাল বেলায় উঠে দেখি ঘরের দরজা ভাঙা, এতকিছু কান্ড। পরে থানায় খবর দেওয়া হয়। এরপর আসে বিজপুরের বিশাল পুলিশ বাহিনী।

বাড়ির ভাড়াটিয়া জানিয়েছেন, কালকে আমার শরীর খারাপ ছিল। আমার দিদির মেয়ে দুপুরে এসে আমায় নিয়ে গেছে। আজ সকাল ৬.০৫ এ আমার বাবা মারা গেছে। আমি বাড়ি ছিলাম না। আজ সকালে শুনতে পাই আমার বাড়িতে সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। আলমারিতে সোনা চেন, আংটি, বালা, শাখা বাঁধানো, নগদ টাকা সব চুরি গেছে।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর