কলকাতার পর রাজ্যের বাকি ১১২ পুরসভায় ভোট কবে? জানাল কমিশন - Bangla Hunt

কলকাতার পর রাজ্যের বাকি ১১২ পুরসভায় ভোট কবে? জানাল কমিশন

By Bangla Hunt Desk - December 23, 2021

কলকাতার পর রাজ্যের বাকি জেলাগুলিতে পুর নির্বাচন কবে হবে, তার ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার। রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ১১১টি পুরসভায় ভোট হবে। তার মধ্যে পাঁচটি পুরনিগম রয়েছে এবং ১০৬টি পুরসভা। কয়েক দিন আগেই ভোট হয়ে গিয়েছে কলকাতা পুরসভার। বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে তা কমিশনের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। ২৩ ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য দিন জানানোর নির্দেশ দিয়েছিল আদালত।

বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিয়ে বাকি পুরসভাগুলির সম্ভাব্য ভোটের তারিখ জানাল কমিশন। আদালতে কমিশন জানিয়েছে, দু’দফায় ভোট করতে চায় তারা। প্রথম দফায় পাঁচ পুরনিগমে এবং দ্বিতীয় দফায় বাকি পুরসভায় ভোট করানোর চিন্তাভাবনা করছে তারা।  কমিশন জানিয়েছে, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর পুরনিগমে ভোট হতে পারে আগামী ২২ জানুয়ারি। আর বাকি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর