'আগামী ৬ মাস পর প্রত্যেকের রিপোর্ট কার্ড নেব, কাজ না করলে ব্যাবস্থা নেবে দল', কাউন্সিলরদের কড়া বার্তা মমতার - Bangla Hunt

‘আগামী ৬ মাস পর প্রত্যেকের রিপোর্ট কার্ড নেব, কাজ না করলে ব্যাবস্থা নেবে দল’, কাউন্সিলরদের কড়া বার্তা মমতার

By Bangla Hunt Desk - December 23, 2021

কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। তবে জয়লাভের পর ৫ বছর হাতে সময় আছে ভেবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আগামী ৬ মাস পর প্রত্যেকের রিপোর্ট কার্ড নেব।’ বৃহস্পতিবার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন- কলকাতার পর রাজ্যের বাকি ১১২ পুরসভায় ভোট কবে? জানাল কমিশন

এ দিন তিনি বলেন, ‘সমস্ত কাজ চটপট করতে হবে। ৫ বছর হাতে আছে ভেবে কাজগুলো ফেলে রেখে দিলাম, তা হবে না’ আমরা আগামী ৬ মাস বাদে রিপোর্ট কার্ড নেব। ৬ মাস অন্তর আমি কলকাতা কর্পোরেশনের রিপোর্ট কার্ড  নেব। প্রত্যেক ৬ মাস বাদে রিভিউ হবে। কে কাজ করল, কে কাজ করতে পারল না সব দেখা হবে। যদি কাজ করতে না পারে তার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ করতে বেশি সময় লাগবে না।’  এদিন কাউন্সিলরদের কথা কম কাজ বেশির বার্তাও দেন নেত্রী মমতা।

বৃহস্পতিবার কাউন্সিলরদের উদ্দেশে দলনেত্রী আরও বলেন, ‘আজ থেকেই এলাকা ক্লিয়ার করতে হবে। সমস্ত হোর্ডিং, পোস্টার নামিয়ে যত্ন করে রেখে দিতে হবে। এর পর রাস্তা ক্লিয়ার, পার্ক পরিষ্কার, গাছ পোঁতা একে একে এই কাজগুলো সেরে ফেলতে হবে।’ জল সরাবরাহের দিকে নজর। ম্যানহোল জমে থাকে ইত্যাদি সব দেখে নিতে হবে।’ তিনি আরও বলেন,  ‘রাস্তা দিয়ে যখন যাবেন তাকিয়ে যাবেন। কোথায় রাস্তা খারাপ, কোন জায়গায় জল জমেছে। কোন জায়গা ভেঙে আছে সব দেখতে হবে। এটা আপনারই কাজ। সেগুলো ভাল করে করতে হবে। আমি বেশ কিছু জায়গা দেখেছি। পিচের ওপর পিচ তুলে দেয়। এই করে মাঝের হাট ব্রিজ ভেঙেছে। টাকা এতো সস্তা নয়।’

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আগামী ১ জানুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার ফের শুরু হবে। এর সঙ্গে বস্তি উন্নয়নেও কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা। ব্যক্তি নয়, দলই বড়। এদিন ফের আরও একবার একথা সকলকে মনে করিয়ে দিলেন দলনেত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর