বিজেপি শাসিত ভারতে, ধর্মীয় সম্প্রীতি আজ সবচেয়ে বড় প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়েছে। বিভাজনের রাজনীতি দেশজুড়ে ক্রমাগত বিষদগার করে চলেছে। আঘাত করছে ভারতের ঐতিহ্যকে। মুসলিমদের উপর আক্রমণের পরিমান প্রতিনিয়ত বাড়ছে। কে কী খাবে, কে কী পরবে; সেই স্বাধীনতাতেও হস্তক্ষেপ করা হচ্ছে। ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মাচরণেও বাধা দেওয়া হচ্ছে। বিগত তিনমাস যাবৎ গুরুগ্রামে, প্রকাশ্যে শুক্রবারের নামাজের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে। টাইমস্ অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সাল থেকে জনসমক্ষে নামাজের বিরুদ্ধে লাগাতার এইভাবে প্রতিবাদের ফলে নামাজ পড়ার স্থানের সংখ্যা ১০৮ থেকে কমে ৩৭ হয়েছে। চলতি বছর নভেম্বরে প্রকাশ্যে নামাজ পড়ার জায়গার সংখ্যা ফের ২০-তে কমে এসেছে।
এই পরিস্থিতিতে পাকিস্তানি বংশোদ্ভুত কানাডিয়ান কলামিস্ট তারেক ফাতহ একটি নামাজের ছবি টুইট করেছেন। ছবিটি ভারতের বলে দাবি করে তিনি লিখেছেন, ভারতে রাস্তা আটকে ট্রাফিক জ্যাম করে নামাজ পড়া হয়। তিনি আরও লেখেন, ” এদের নির্দিষ্ট নামাজ পড়ার জায়গায় সরে গিয়ে নামাজ পড়ার কথা বললে, তা ধর্মীয় বিভাজন বলে দাগিয়ে দেওয়া হবে।”
সাপোর্ট অর্ণব গোস্বামী, ডিভাইন শালীগ্রাম, ইটার্নাল হিন্দু ইত্যাদি ফেসবুক পেজগুলি থেকেও এই একই ছবি দেখিয়ে ক্রমাগত ধর্মীয় বিভাজনের প্রচার চালানো হচ্ছে।
কিন্তু দেখা যাচ্ছে ছবিটি আদতে বাংলাদেশের, কারণ ছবিটিতে একটি বাসের ছবি দৃশ্যমান; যাতে বিআরটিসি লেখা রয়েছে। বাসটি ডবল-ড্রেকার বাস, যা ভারতে চলে না। বিআরটিসির পুরো কথা হল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই ধরণের বাসের একাধিক ছবি দ্যি ডেইল স্টার, দ্যি ফাইনান্সয়াল এক্সপ্রেস, বাংলাদেশ লাইভ ইত্যাদি আউটলেটে এর আগেও দেখা গিয়েছে। সে ছবিটি ভাইরাল হয়েছে, তা আসলে ক্রপ করা ছবি। জানা গিয়েছে, আসল ছবিটি ২০২০ সালে শেখ মহম্মদ মেহেদী হাসানের তোলা। ছবিটি আদতে, বিশ্ব লজ্তেমার জুম্মা নামাজের ছবি যা হজের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত। সেই ছবির একটি অংশ কেটে, ভারতের রাস্তা আটকে নামাজ পড়ার ছবি বলে প্রচার করা হচ্ছে। তারেক সেই ছবিটিই ব্যবহার করেছেন। প্রসঙ্গত, এর আগেও তারেকের বিরুদ্ধে এমন ভুয়ো ছবি পোস্ট করার একাধিক অভিযোগ রয়েছে।
Blocking traffic on a highway in India to perform Friday prayers . This doesn't seem to me as a prayer; it's a demonstration of numbers to intimidate others. Any attempt to ask them to move to designated prayer spaces will be labelled 'discrimination'. pic.twitter.com/mmz4JLMApz
— Tarek Fatah (@TarekFatah) December 17, 2021
Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?
‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!
Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid
Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June
Former Pakistani Prime Minister Imran Khan Nominated for the Nobel Peace Prize
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো