বাঙালির বড় স্বীকৃতি, ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তালিকায় বাংলার দুর্গাপুজো - Bangla Hunt

বাঙালির বড় স্বীকৃতি, ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তালিকায় বাংলার দুর্গাপুজো

By Bangla Hunt Desk - December 15, 2021

বাংলা হান্ট ডেক্সঃ মুখ্যমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার৷’ সত্যি এবার সকলের উৎসবই হয়ে উঠতে চলেছে বাঙালির সেরা উৎসব – দুর্গাপুজো৷ ইউনেস্কোর তালিকায় স্থান পেল বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দুর্গাপুজোকে। যা বাঙালির জন্য গর্বের খবর।

২০০১ সাল থেকে দেশের একাধিক রাজ্যের সংস্কৃতি ও উত্সব নিয়ে একটি সার্ভে শুরু করে ইউনেস্কো। সেই সার্ভে অনুয়ায়ী হেরিটেজের তালিকায় স্থান দেওয়া হল বাংলার দুর্গাপুজোকে।

দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রাখার দাবি অনেকদিনের৷ পশ্চিমবঙ্গ সরকার অনেকবার কেন্দ্রের কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার অনুরোধ করে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময়ে দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রাখার কথা বলেন৷ অবশেষে দুর্গাপুজোর হেরিটেজ তকমা চেয়ে ইউনেস্কোর কাছে আবেদন করে ভারত সরকার৷ বিশ্ব জুড়ে এমন বহু আবেদন ইউনেস্কোর কাছে জমা পড়ে৷ সেই আবেদনগুলি খতিয়ে দেখতে ১৩ ডিসেম্বর প্যারিসে বিশেষ অধিবেশনে বসেন ইউনেস্কোর আধিকারিকরা৷ সেই সব আবেদন খতিয়ে দেখার পরই বাঙালির দুর্গাপুজোকে হেরিটেজ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইউনেস্কো৷

এর আগে কুম্ভমেলাকে বিশেষ সাংস্কৃতিক ও ঐতিহ্যের মর্যাদা দিয়েছে ইউনেস্কো৷ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার জেজুতে ইউনেস্কোর দ্বাদশ অধিবেশনে ভারতের এই মেলাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়৷ ইউনেস্কোর তরফে তখন বলা হয়েছিল, ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্য এক অনন্য নজির হয়ে রয়েছে কুম্ভ মেলা৷ এই মেলা ভারতীয় ঐতিহ্য, ভক্তি ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক৷ কুম্ভ মেলার পর পূর্ব ভারতের অন্যতম বড় উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তালিকায় ঢুকে পড়ল৷ ইউনেস্কো আনুষ্ঠানিক ভাবে এব্যাপারে ঘোষণা করবে ১৮ ডিসেম্বর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর