পুরভোটের আগে পার্ক স্ট্রিটে বিপুল টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ - Bangla Hunt

পুরভোটের আগে পার্ক স্ট্রিটে বিপুল টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

By Bangla Hunt Desk - December 15, 2021

কলকাতা পুরভোটের আগে পার্ক স্ট্রিটে বিপুল টাকা উদ্ধার। এই ঘটনায় এক যুবকের কাছ থেকে এক কোটি টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। নির্বাচনের আগে এত টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম প্রীতম পাল। তাঁর বয়স ২৭ বছর। তিনি মহেশতলার পূর্বপাড়ার বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে, স্পেশ্যাল টাস্ক ফোর্স নজর রাখছিল প্রীতমের উপর। তার পরই পার্ক স্ট্রিট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। হাওলা কারবারের জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই যুবকের অন্য কোনও উদ্দেশ্যের বিষয়টিও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। টাকা উদ্ধারের বিষয়টি ইতিমধ্যেই আয়কর বিভাগকে জানিয়েছে লালবাজার। অভিযুক্তকে মঙ্গলবারই তোলা হবে আদালতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর