২১ বছর পর ইতিহাস, ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু - Bangla Hunt

২১ বছর পর ইতিহাস, ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু

By Bangla Hunt Desk - December 13, 2021

আজ দেশের জন্য গর্বের দিন, ২১ বছর পর ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। আর এবারও খেতাব জিতলেন এক পঞ্জাবী সুন্দরীই। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবের লারা দত্ত। তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি ‘বিশ্ব সুন্দরী’ হলেন। 

রবিবার রাতে ইজরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ। 

শীর্ষ ৩ সুন্দরী

হরনাজ কৌর সান্ধু সবার আগে দ্বিতীয় হয়েছেন মিস প্যারাগুয়ে। মিস দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে শেষ করেন।

কে মিস ইউনিভার্স ২০২১ হরনাজ সান্ধু

হরনাজ চণ্ডীগড়ের বাসিন্দা। তিনি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। হরনাজ একজন ফিটনেস এবং যোগ প্রেমী। ২০১৭ সালে, হরনাজ মিস চণ্ডীগড়ের খেতাব জিতেছিলেন।

এক বছর পরে, ২০১৮ সালে হরনাজকে মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া ২০১৮-এর মুকুট দেওয়া হয়েছিল। দুটি লোভনীয় খেতাব জেতার পর, হারনাজ মিস ইন্ডিয়া ২০১৯-এ অংশগ্রহণ করেন, যেখানে তিনি শীর্ষ ১২-এ জায়গা করে নিতে সক্ষম হন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর