শিশুরাই ওমিক্রনে বেশি আক্রান্ত হবে! জানালেন হু-এর প্রধান বিজ্ঞানী - Bangla Hunt

শিশুরাই ওমিক্রনে বেশি আক্রান্ত হবে! জানালেন হু-এর প্রধান বিজ্ঞানী

By Bangla Hunt Desk - December 07, 2021

ওমিক্রন আতঙ্কের মাঝেই চিন্তার খবর শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan)। তিনি সোমবার বলেন, ডেল্টার তুলনায় ওমিক্রনে সংক্রমণ ছড়াবে বেশি। প্রথম সংক্রমণের ৯০ দিনের মধ্যে ফের পুনঃসংক্রমণ (Reinfection) হওয়ায়র সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই প্রজাতিতে অনেক বেশিমাত্রায় শিশুরাই আক্রান্ত হবে বলে জানান হয়েছে।   

বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে ওমিক্রনের প্রজাতি বর্তমানে দক্ষিণ আফ্রিকার অত্যন্ত প্রভাবশালী স্ট্রেন। যদিও এর বিষয়ে বিস্তারিত জানতে আরও অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞানীর কথায়, “প্রায় তিনগুণ বেশি হারে সংক্রমণ বাড়ছে। এটি কতটা গুরুতর তা জানতে হাসপাতালে ভর্তির হার বিশ্লেষণ করতে হবে। কম করে এখনও দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে।” 

চিন্তা বাড়িয়ে তিনি এও জানান যে, “দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রজাতি অত্যন্ত দ্রুত হারে বাড়ছে। প্রতিবেদনে দেখা যায় যে সে দেশে আরও বেশি শিশু এই স্ট্রেনে আক্রান্ত হচ্ছে।” এদিকে এখনও শিশুদের জন্য ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কয়েকটি দেশ তাদের শিশুদের টিকা দিচ্ছে। তিনি এও বলেন যে শিশুদের জন্য ভ্যাকসিনের অনুপস্থিতি কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে। 

হু-এর প্রধান বিজ্ঞানী বলেন, “শিশুদের জন্য অনেক টিকা পাওয়া যায় না এবং খুব কম দেশেই শিশুদের টিকা দেওয়া হয়। শিশু এবং টিকা না দেওয়ায় বেশি সংক্রমণে আক্রান্ত হতে পারে।  আমরা এখনও শিশুদের উপর ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবের তথ্যের জন্য অপেক্ষা করছি।”           

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর