বাড়ছে উদ্বেগ, দেশে ফের Omicron আক্রান্তের সংখ্যা ২৩, মহারাষ্ট্রে সংখ্যা বেড়ে ১০ - Bangla Hunt

বাড়ছে উদ্বেগ, দেশে ফের Omicron আক্রান্তের সংখ্যা ২৩, মহারাষ্ট্রে সংখ্যা বেড়ে ১০

By Bangla Hunt Desk - December 06, 2021

মুম্বই: দেশে আরও বাড়ল ওমিক্রন (Omicron) আক্রান্তর সংখ্যা। মুম্বইয়ে আরও ২ ওমিক্রন আক্রান্তর হদিশ। এদের মধ্যে ৩৭ বছরের এক আক্রান্ত সদ্য ফিরেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। যে দেশে Omicron-এর সবচেয়ে বাড়বাড়ন্ত। তাঁর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন ৩৬ বছরের আরও এক মহারাষ্ট্রের বাসিন্দা। তিনি ফিরেছেন আমেরিকা থেকে। উপসর্গহীন আক্রান্ত, নিয়েছিলেন ফাইজারের টিকা, সূত্রের খবর। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ১০। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ২৩। 

ভারতে তৃতীয় ঢেউ ভবিতব্য হলেও তা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। Omicron-এ আক্রান্তদের ক্ষেত্রেও মৃদু উপসর্গ থাকবে কেবলমাত্র। মানবদেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিলেও টিকা নেওয়ার পর শরীরের ইমিউনিটিকে ভেদ করা খুব একটা সহজ নয় এই স্ট্রেনের ক্ষেত্রে। তাঁর আরও বক্তব্য, গোটা বিশ্বেই Omicron আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি। এমনকী, গুরুতর অসুস্থতারও কোনও খবর মেলেনি।

এদিকে, গতকালের তুলনায় অনেকটাই কমল করোনা সংক্রমণ (Covid-19)। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের (Corona Affected) সংখ্যা বেড়ে হল ১৬,১৯,৭২২ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬২০ জন। আজকের হিসেবে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৯০ জন। যা গতকালের তুলনায় ৯ জন বেশি।

অন্যদিকে এই সময় পর্বে রাজ্যে করোনা (Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। অর্থাৎ আজ ১ জন হলেও রাজ্য়ে মৃতের সংখ্যা কম। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৫৫৩ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর