Nagaland Firing: নিরাপত্তা দিতে পারবে না নাগাল্যান্ড সরকার, সফর বাতির তৃণমূলের প্রতিনিধিদের - Bangla Hunt

Nagaland Firing: নিরাপত্তা দিতে পারবে না নাগাল্যান্ড সরকার, সফর বাতির তৃণমূলের প্রতিনিধিদের

By Bangla Hunt Desk - December 06, 2021

‘নাগাল্যান্ড যাওয়ার পরিস্থিতি,নিরাপত্তা দিতে পারবে না নাগাল্যান্ড সরকার (Nagaland Government)। প্রতিনিধিদল গেলে তাদের বিমানবন্দরে (Airport) আটকে দেওয়া হতে পারে। এই আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে গিয়েও সফর বাতিল তৃণমূল প্রতিনিধিদলের।

আরো পড়ুন- উত্তপ্ত নাগাল্যান্ড! জঙ্গি সন্দেহে গ্রামবাসীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ১৩, মৃত ১ জওয়ান

গতকাল নাগাল্যান্ড-গুলিকাণ্ডের কড়া নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের (Susmita Dev) নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল। মন জেলার ওটিং-এ গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল তৃণমূলের প্রতিনিধিদের। কিন্তু নিরাপত্তাহীনতার আশঙ্কায় শেষ পর্যন্ত সফর বাতিল করল তৃণমূল।

গ্রামবাসীদের মৃত্যুর ঘটনা নিয়ে আগেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ন্যায়বিচারের দাবি তুলেছিলেন। এবার এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে ৫ সদস্যের প্রতিনিধিদলের নাগাল্যান্ডে যাওয়ার কথা থাকলেও অবশেষে তা বাতিল করা হয়।

শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে সন্ত্রাসদমন অভিযান চলাকালীন সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে প্রাণহানির মুখে পড়েন ১৬ জন নিরীহ গ্রামবাসী। রবিবারই এনিয়ে টুইটে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সোমবার তিনি দলের ৫ প্রতিনিধিকে ওটিংয়ের ওই সর্বহারা পরিবারগুলির কাছে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো এদিন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্য়ায়, শান্তনু সেন, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দাররা রওনা হচ্ছিলেন। সঙ্গে যাওয়ার কথা ছিল মিজোরামের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবেরও। কলকাতা থেকে বিমানে দিল্লি হয়ে নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জেরে সফর বাতিল হয়েছে।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের আশঙ্কা, এই মুহূর্তে গোটা নাগাল্যান্ডের পরিস্থিতিই উত্তপ্ত। মন জেলার পাশাপাশি তুয়েনসাং জেলাতেও ইতিমধ্যে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। তাই শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, কলকাতায় বসেই এই পাঁচজন ওটিংয়ের খবরাখবর নেবেন। সোমবার বিকেলে এখান থেকেই তাঁরা সাংবাদিক সম্মেলন করে নাগাল্যান্ড নিয়ে বক্তব্য পেশ করবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর