চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান, জখম ১ - Bangla Hunt

চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান, জখম ১

By Bangla Hunt Desk - December 05, 2021

গাজোল: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির আরোহী এক সবজি বিক্রেতা। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে গাজোলের আহোড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।

জানা গিয়েছে, এদিন সকালে ইটাহার থেকে একটি পিকআপ ভ্যান সবজি বোঝাই করে গাজোলের দিকে আসছিল। আহোড়ার কাছে গাড়ির পেছনের চাকা হঠাৎই ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি জাতীয় সড়কের উপর উলটে যায়। গাড়ির উপরে থাকা এক সবজি বিক্রেতা পড়ে গিয়ে গুরুতর জখম হন। স্থানীয়রাই তাকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাজোল থানার পুলিশ। যদিও আহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে টোল প্লাজার ক্রেন দিয়ে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পরই গাড়ি ফেলে চম্পট দেয় চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে গাজোল থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর