Mamata Banerjee: এবার নেপালে আমন্ত্রণ পেলেন মমতা, আগামী সপ্তাহেই যেতে পারেন কাঠমাণ্ডু - Bangla Hunt

Mamata Banerjee: এবার নেপালে আমন্ত্রণ পেলেন মমতা, আগামী সপ্তাহেই যেতে পারেন কাঠমাণ্ডু

By Bangla Hunt Desk - December 05, 2021

বিদেশমন্ত্রক প্রয়োজনীয় ছাড়পত্র না দেওয়ায় বাতিল করতে হয়েছিল রোম সফর। এবার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাল নেপাল। ১০ থেকে ১২ ডিসেম্বর কাঠমাণ্ডুতে একটি কনভেশন যোগ দেওয়ার আমন্ত্রণ এসেছে নেপালি কংগ্রেসের তরফে। সূত্রের খবর, সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই একদিনের সফরে নেপাল যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি বছরের অগাস্ট মাসে রোমে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন রোমের Community of Sant’Egidio এর সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো। চিঠিতে লিখেছিলেন,  ‘গত দশ বছরে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে আপনার অবদানের জন্য ব্যক্তিগত অভিনন্দন’। ওই সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন  পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলার ও মিশরের ইমাম আহমেদ আল তায়িবও। কিন্তু শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর রোম সফর বাতিল হয়ে যায়।

কেন? কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিদেশে যেতে চান, তাহলে বিদেশমন্ত্রকের অনুমতি প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র বা অনুমতি দেওয়া হয়নি। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, রোমে যে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রী পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়! সেকারণেই তাঁর রোম-সফর বাতিল হয়ে যায়। সূত্রের খবর, এবারও যথারীতি কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। দিল্লির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যদি অনুমতি পাওয়া যায়, সেক্ষেত্রে ১১ ডিসেম্বর একদিনের সফরে নেপালে যেতে পারেন মুখ্যমন্ত্রী। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর