Sikkim : ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, বিদেশেদের জন্য বন্ধ সিকিমের দরজা - Bangla Hunt

Sikkim : ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, বিদেশেদের জন্য বন্ধ সিকিমের দরজা

By Bangla Hunt Desk - December 02, 2021

ওমিক্রনের আশঙ্কায় বিদেশেদের জন্য বন্ধ সিকিমের দরজা। বুধবার থেকে সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশ বন্ধে নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের কোথাও বিদেশিদের কোনও পারমিট দেওয়া হবে না বলেও সিকিম সরকার জানিয়েছে। মঙ্গলবার সিকিমের স্বরাষ্ট্র দফতরের তরফে ওই নির্দেশ জারি হয়েছে। সিকিম সরকারের এক সচিবের কথায়, বিশ্বের ১২টি দেশে ওমিক্রনের হদিশ মিলেছে। এ দেশেও সতর্কতার কথা বলা হচ্ছে। সিকিমে প্রচুর বিদেশি পর্যটক আসেন। তাই আগাম সতর্কতা হিসেবে নতুন ব্যবস্থা নেওয়া হল।

২০২০ সালে ৫ মার্চ করোনা সংক্রমণের প্রাথমিক ধাপেই বিদেশিদের জন্য দরজা বন্ধ করেছিল সিকিম। সেই সময় কেন্দ্রের সঙ্গে আলোচনা করে তা না করায় সমালোচনার মুখে পড়তে হয় সিকিমকে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে কড়া চিঠি দেওয়া হয় সিকিমকে। ওই বছরের ১৭ মার্চের পর থেকে পুরোপুরি ভাবে সিকিমে দেশি-বিদেশি পর্যটকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ জারি করা হয়। আবার বিদেশিদের জন্য বন্ধ হল সিকিমে।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, করোনা নিয়ে সচেতন থেকেই আমাদের কাজ করতে হচ্ছে। বিদেশিদের আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকই রয়েছে। দেশি পর্যটকেরা যাতে নিয়ম মেনে সিকিম ঘুরতে পারেন, নজর রাখতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর