ছাত্রীর রহস্য মৃত্যু ফালাকাটায় - Bangla Hunt

ছাত্রীর রহস্য মৃত্যু ফালাকাটায়

By Bangla Hunt Desk - December 02, 2021

আলিপুরদুয়ারঃ ফের এক ছাত্রীর রহস্য মৃত্যু ফালাকাটায়। দশম শ্রেণির বনশ্রী সিনহা (১৪)।বাড়ির পেছনের ঢাকনা দেওয়া কুয়া থেকে গলয়া ওড়নার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা। মঙ্গলবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। এক উঠোনে কাকুর ঘরে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়েছিল। বহু খোঁজাখু্জির পর রাত আড়াইটে নাগাদ কুয়া থেকে মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই ওই ছাত্রীর বাড়ি কুঞ্জনগর এলাকায় প্রচন্ড আলোড়ন তৈরি হয়েছে। মৃত ছাত্রীটি ফালাকাটা গার্লস হাইস্কুলের ছাত্রী।

ছাত্রীর বাবা প্রদীপ সিনহার অভিযোগ, তাঁর মেয়েকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে খুন করে কুয়ায় ফেলা দেওয়া হয়েছে।

মেয়েকে পরিকল্পিত ভাবে খুনের ঘটনায় ফালাকাটা পুলিশের দ্বারস্থ হচ্ছেন ওই ছাত্রীর বাবা। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগরের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে।

পুলিশ জানিয়েছে ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ জানিয়েছেন, মৃত ওই ছাত্রীর নাম বনশ্রী সিনহা ওরফে পর্না। পুলিশ জানিয়েছে এটা পরিকল্পিত খুন না আত্মহত্যা, তা এখনও পরিস্কার নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই গোটা বিষয়টি পরিস্কার হয়ে যাবে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ। মৃত ওই ছাত্রীর এক বান্ধবীকে জিজ্ঞেস করে তদন্ত শুরু হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর