ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, ঘরছাড়া ২ হাজার ৪০০ মানুষ - Bangla Hunt

ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, ঘরছাড়া ২ হাজার ৪০০ মানুষ

By Bangla Hunt Desk - November 30, 2021

সোমবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। এই ভয়াবহ ভূমিকম্পে ১১৭ টি বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং এখনো পর্যন্ত ১২ জন গুরুতর আহত হয়েছে বলে খবর । স্থানীয় প্রশাসন সূত্রে খবর , ভয়াবহ ভূমিকম্পের ফলে প্রায় ২ হাজার ৫০০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সোমবার, সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে পেরু। ভূমিকম্পে ঘরবাড়ির পাশাপাশি একটি চার্চ ও ১.৫ কিলোমিটার রাস্তা ধসে গিয়েছে। পেরুর রাজধানী লিমা সহ দেশের উপকূলবর্তী এলাকা ও আন্দিয়ান অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশি দেশ ইকুয়েডরে এই ভূমিকম্পে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পেরুর ছোট শহর সান্তা মারিয়া দে নিভা থেকে ৯৮ কিলোমিটার পূর্বে পেরুভিয়ান আমাজন ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই এলাকাটি জনবহুল। এখানকার বেশিরভাগ মানুষই কাঠ ও মাটির বাড়িতে বসবাস করেন। তাদের অনেকের বাড়িই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঔপনিবেশিক সময়ে তৈরি ৪৫ ফুট লম্বা একটি চার্চ এই কম্পনে সম্পূর্ণ ধসে গিয়েছে। সমগ্র পেরু জুড়ে ব্যপক বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া গিয়েছে। পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো টুইটারে লিখেছেন, ‘শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি অ্যামাজোনার বাসিন্দারা। আমি তাদের পাশে আছি। আমরা ভাইরা, আপনার একা নন।’ প্রসঙ্গত ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুতে ভূমিকম্পে কমপক্ষে ৫০০ জন মানুষের মৃত্যু হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর