সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের পার্লামেন্টের সদস্যা - Bangla Hunt

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের পার্লামেন্টের সদস্যা

By Bangla Hunt Desk - November 29, 2021

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের পার্লামেন্টের এক সদস্যা। তাঁর এই কাজের কথা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তার পরই প্রশংসায় ভেসে যাচ্ছেন নিউজিল্যান্ডের ওই রাজনীতিক।

পার্লামেন্টের এই সদস্যের নাম জুলি অ্যানি জেন্টার। রবিবার রাতে তিনি সাইকেল চালিয়ে হাসপাতালে যান। সেখানে তিনি সন্তানের জন্ম দেন। জন্ম দেওয়ার আগে বাড়ি থেকে হাসপাতালে প্রসব যন্ত্রণা সহ্য করেই সাইকেল চালিয়ে গিয়েছেন তিনি।

সন্তানজন্মের খবর নেটমাধ্যমে শেয়ার করেছেন জুলি। “রবিবার ভোর ৩টে ৪ মিনিটে আমাদের পরিবারের নতুন সদস্যকে পেয়েছি। আমরা স্বাস্থবান ও হাস্যেজ্জল একটি শিশু পেয়েছি। ও দেখতে ঠিক তার বাবার মতো হয়েছে। সাইকেল চালিয়ে হাসপাতালে আসার পরিকল্পনা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সেটাই করতে হয়েছে। এখন বাচ্চা এবং আমার দু’জনের শরীরই ভালো রয়েছে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর