ব্লাউজের ফাঁক ঠেলে বেরিয়ে আসছে বক্ষযুগল! ‘আলু পোস্ত’র পর এবার কলমি শাক-লাল শাক রেঁধে ভাইরাল দুই যুবতী - Bangla Hunt

ব্লাউজের ফাঁক ঠেলে বেরিয়ে আসছে বক্ষযুগল! ‘আলু পোস্ত’র পর এবার কলমি শাক-লাল শাক রেঁধে ভাইরাল দুই যুবতী

By Bangla Hunt Desk - November 28, 2021

যুগের সাথে সব কিছুই বদলায় এ কথা আমরা সবাই জানি। যেমন ইউটিউবে লাল শাক ও কলমি শাক রাধা শেখানো হচ্ছে। হ্যাঁ, ঠিক এরমই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। খোলামেলা ব্লাউজে আলু পোস্ত রেঁধে ভাইরাল হয়েছিলেন রিম্পি। ইউনিক ভিলেজ ফুড (Unique Village Food) ইউটিউব চ্যানেলের ওই শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ওই চ্যানেলেই এসে গিয়েছে রান্নার নতুন ভিডিয়ো। এবার বনের মাঝে বসে লাল শাক-কলমি শাক রেঁধে ভাইরাল দুই যুবতী। (ছবি সৌজন্যে- Unique Village Food)

ভিডিওতে দেখা যাচ্ছে মাটির উনুনে কলমি শাক রাঁধলেন বর্ষা। ন্যুডলস স্ট্রাপের নীল ব্লাউস ও কমলা রঙের শাড়িতে সে দারুন হট লুকে ধরা দিলো। গতকাল আপলোড করা হয়েছে ভিডিওটা। ইতিমধ্যে বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এর মধ্যেই।

তার আগে গত সপ্তাহে লাল শাক বানানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। নীল শাড়ি ও ন্যুডলস স্ট্রাপের নীল রঙের ব্লাউস পরে শাক রাঁধতে দেখা গেল। মাটির উনুন ও ছোট্ট করাই ও হট পোশাক দুটির মিল অসাধারণ। এর পরেও কম কটাক্ষ সহ করতে হয় না। ডের লক্ষ মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন। (ছবি সৌজন্যে- Unique Village Food)

ইউনিক ভিলেজ ফুড (Unique Village Food) ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ছাড়া হয়েছে। এর আগেও আলু পোস্ত রেঁধে এই চ্যানেলটি থেকে সারা ফেলে দিয়েছিলো সব জায়গায়। তর্ক ও বিতর্কে ভালো খারাপ এর মাঝেও মানুষকে কিন্তু শিখিয়ে চলেছেন তারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর