বাংলাদেশে পাচারের আগে বালুরঘাটে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ - Bangla Hunt

বাংলাদেশে পাচারের আগে বালুরঘাটে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ

By Bangla Hunt Desk - November 27, 2021

বালুরঘাটঃ আবার সাফল্য বালুরঘাট থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বঙ্গি বিশ্বাস পাড়া এলাকার এক বাড়ি থেকে প্রায় 2 হাজার বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল তৈরির সরঞ্জাম উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, শনিবার দুপুরে হঠাৎই বালুরঘাট থানার পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া পদ্মপুকুর এলাকায় একটি বাড়িতে নিষিদ্ধ কাফ সিরাপ মজুত রয়েছে। বিষয়টি জানতে পেরে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ-র নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। অভিযানে দুই হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি একাধিক ফাঁকা বোতল, সিল ও লেবেল উদ্ধার করা হয়েছে। এগুলির সঙ্গে একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় প্রশান্ত হালদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বালুরঘাটে খাদিমপুর বটতলা এলাকায়।

বালুরঘাট থানার পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতেই জাল ফেনসিডিল (phensedyl) তৈরি করা হত। এবং তা বাংলাদেশে (Bangladesh) পাচার করা হত। এদিকে ওই বাড়ি থেকে জাল ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে। তার মধ্যে নেশার কোনও সামগ্রী থাকত কিনা তা জানার জন্য পুলিশের তরফে ওই ফেনসিডিলের নমুনা পাঠানো হচ্ছে ল্যাবরেটরিতে। তবে এক যুবককে গ্রেফতার করা হলেও এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর