১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট, ২১ ডিসেম্বর গণনা, বিজ্ঞপ্তি জারি রাজ্য নির্বাচন কমিশনের - Bangla Hunt

১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট, ২১ ডিসেম্বর গণনা, বিজ্ঞপ্তি জারি রাজ্য নির্বাচন কমিশনের

By Bangla Hunt Desk - November 25, 2021

কলকাতা: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট।  কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন।  এরপর দুপুর ১টায় সাংবাদিক বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই আজ থেকে জারি হচ্ছে আদর্শ আচরণ বিধি।  আজ থেকেই কলকাতা পুরভোটের মনোনয়ন জমার কাজ শুরু হয়ে যাবে। ২১ ডিসেম্বর কলকাতা পুরভোটের গণনা।  ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে। 

হাওড়া-বালি পুরসভা বিচ্ছেদের বিলে রাজ্যপাল সই করেনি। তাই হাওড়ায় আপাতত পুরভোট হচ্ছে না। তাই ১৯ ডিসেম্বর হাওড়ায় পুরভোট হবে কিনা, তা নিয়ে প্রশ্ন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর