এক বাঁশ বাগান থেকে পাঁচটি উট উদ্ধার করলো পুলিশ - Bangla Hunt

এক বাঁশ বাগান থেকে পাঁচটি উট উদ্ধার করলো পুলিশ

By Bangla Hunt Desk - November 22, 2021

মালদাঃ– মালদহের চাঁচল থানার জালালপুরের এক বাঁশ বাগান থেকে পাঁচটি উট উদ্ধার করলো পুলিশ। পুলিশ জানায়,উট গুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে।

চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল বলেন, জালালপুরের এক বাঁশ বাগানে উট গুলি দ ড়ি দিয়ে বাধা অবস্থায় ছিল। খবর পেয়ে উট গুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে।তিনি আরোও বলেন,আমাদের অঞ্চল উটের বিচরণ ক্ষেত্র নয়। তবে উট গুলি কে বা কারা কোথা থেকে নিয়ে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ওই এলাকায় কিভাবে উট গুলো আসলো তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে? যদিও পুলিশের অনুমান উট গুলিকে পাচার করা হচ্ছিলো।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উট গুলিকে উদ্ধার করে চাঁচোল থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে চাঁচোল থানা রয়েছে এই এই পাঁচটি মরু প্রাণী। উটের খাদ্য নিয়ে ধন্দে রয়েছে উর্দিধারীরা। এ নিয়ে তারা প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর