"শোনো, তুমি পারবে না'', মোদির সঙ্গে যোগীর ছবি দেখে খোঁচা বিরোধীদের - Bangla Hunt

“শোনো, তুমি পারবে না”, মোদির সঙ্গে যোগীর ছবি দেখে খোঁচা বিরোধীদের

By Bangla Hunt Desk - November 21, 2021

নিজস্ব সংবাদদাতাঃ আগামী বছরেই রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালে বিধানসভা নির্বাচন যোগীরাজ্যে। তার ঠিক আগেই রাজ্যে দু’দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রবিবার তাঁর সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন যোগী আদিত্যনাথ । একান্ত নিভৃতে দু’জনের আলাপচারিতার ছবি শেয়ার করে যোগী লিখলেন, তাঁরা এগিয়ে চলেছেন নতুন ভারত গড়তে। ছবি দেখে বিরোধীরা কটাক্ষে ভরিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। তাঁদের খোঁচা, মোদি নাকি ছবিতে যোগীকে বলছেন, ‘শুনো তুমসে না হো পায়েগা’ অর্থাৎ শোনো, তুমি পারবে না”।

যোগীর ছবি পোস্ট করা নিয়ে বিরোধীরা এটাই বোঝাতে চেয়েছেন যে যোগীর দ্বারা আর হবে না এটা বলতেই ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী। এই কথাই মোদী তাঁকে বঝাচ্ছেন। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দু’টি ছবি শেয়ার করেছেন যোগী লিখেছেন, “আমরা বেরিয়ে পড়েছি পণ করে, নিজেদের শরীর-মন অর্পণ করে, এক সূর্যের উদয় ঘটাব, আকাশের থেকেও উঁচুতে উঠব, এক নতুন ভারত গড়ব।” এই সব কটাক্ষবাণের সূত্রপাত যোগীর শেয়ার করা দুই ছবিকে ঘিরেই। দীর্ঘ করিডর দিয়ে কথা বলতে বলতে এগিয়ে চলা সুই নেতার ছবি প্রসঙ্গে কটাক্ষ করে অখিলেশ যাদবের দলের বিধায়ক সুনীল সিং যাদব টুইটে লিখেছেন, ”শোনো, শোনো, তুমি পারবে না! ইউপিতে তো অখিলেশই আসতে চলেছে।”

কটাক্ষ করেছেন অখিলেশ যাদবও। টুইটে খোঁচা দিয়ে লিখেছেন, “দুনিয়ার স্বার্থে কখনো কখনো রাজনীতিতেও এসব করতে হয় অস্থিরভাবে কাঁধে হাত রাখি, কয়েক কদম হাঁটতে হবে।” সমাজবাদী পার্টির মুখপাত্র অনুরাগ ভাদৌরিয়াও কটাক্ষ করে বলেছেন, “লখনউ এবং ইউপিতে সমাজবাদি পার্টির সরকারের কাজ দেখে প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তোমার দ্বারা হবে না আসবে তো অখিলেশই।”

উল্লেখ্য,’দুদিনের সফরে ডিজিপি-আইজিপি সম্মেলনে যোগ দিতে উত্তরপ্রদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বৈঠকে জঙ্গি দমন থেকে শুরু করে সাইবার অপরাধ নানা বিষয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর