তৃণমূলে যোগ দিলেন গোয়া ফরোয়ার্ড পার্টির কার্যনির্বাহী সভাপতি কিরণ কান্দোলকার - Bangla Hunt

তৃণমূলে যোগ দিলেন গোয়া ফরোয়ার্ড পার্টির কার্যনির্বাহী সভাপতি কিরণ কান্দোলকার

By Bangla Hunt Desk - November 20, 2021

তৃণমূলে যোগ দিলেন গোয়া ফরোয়ার্ড পার্টির কার্যনির্বাহী সভাপতি কিরণ কান্দোলকার, স্ত্রী কবিতা কান্দোলকার এবং আরও অনেক নেতাকর্মী। তাদের তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান গোয়া তৃণমুল কংগ্রেসের নেতা লুইজিনহো ফেলেইরো এবং গোয়া তৃণমূলের স্টেট-ইন-চার্জ সাংসদ মহুয়া মৈত্র।

আরো পড়ুন- আগামী লোকসভা নির্বাচনে ৩টি আসন পাবে বিজেপি, ভাইরাল ‘সৌমিত্রের’ অডিয়ো

কান্দোলকার তৃণমূলে যোগ দেওয়ায় দলের হাত অনেকটাই শক্ত হল বলে জানা যাচ্ছে। কান্দোলকার প্রাক্তন বিধায়ক এবং ভান্ডারী সমাজের নেতা। জানা যাচ্ছে, টবিন আসনটিতে তার অনেকটা প্রভাব আছে। এবার বিধানসভা নির্বাচনে তিনি আলডোনা আসন থেকে প্রার্থী হতে পারেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চার দিনের গোয়া সফরের পর থেকেই প্রায় প্রতি দিন নিয়ম করে গোয়ার বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান চলছে বলে জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সহ-সভাপতি ফেলেইরো।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর