জমি নিয়ে বিবাদের জেরে একাধিক বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ, ঘটনায় মৃত ১ জখম একাধিক - Bangla Hunt

জমি নিয়ে বিবাদের জেরে একাধিক বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ, ঘটনায় মৃত ১ জখম একাধিক

By Bangla Hunt Desk - November 19, 2021

জলপাইগুড়িঃ জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে একাধিক বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠল। মৃত এক জখম একাধিক। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শুভচনি পাড়ায় রণক্ষেত্র চেহেরা নিল।

অভিযোগ, এ দিন সকালে এক দল গ্রামবাসী হামলা করে। মুহূর্তের মধ্যে একাধিক বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনীকে এলাকায় ঢুকতে বাঁধা। যদিও পুলিশের দাবি, রাস্তা ছোট এই কারণে দমকল ঢুকতে পারেনি। ঘটনাস্থলে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে জানালেন ডিএসপি (সদর) সমীর পাল। তিনি বলেন, “দশ বারো জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।” এদিকে এলাকায় গ্রাম ছাড়া অনেক পরিবার। পুলিশ পিকেটিং বসানো হয়েছে। মৃতের নাম মজমুদ্দিন ইসলাম। গতকাল উত্তরবঙ্গ মেডিকেল ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। এদিন মারা যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর