এবার বোনফোঁটার মধ্য দিয়ে মহিলারা একে অপরের মঙ্গলকামনায় মগ্ন হল - Bangla Hunt

এবার বোনফোঁটার মধ্য দিয়ে মহিলারা একে অপরের মঙ্গলকামনায় মগ্ন হল

By Bangla Hunt Desk - November 19, 2021

মালদাঃ ভাইফোঁটা নয় বোনফোঁটার মাধ্যমেই মহিলারা একে অপরের মঙ্গলকামনায় মগ্ন হলেন। শুক্রবার সকালে মালদা শহরের এলআইসি মোড় এলাকার একটি উদ্যানে এই বোনফোটার আয়োজন করা হয়।

যেখানে কলেজপড়ুয়া থেকে আইনজীবী ,শিক্ষিকা এবং গৃহবধূর স্তরের মহিলারাও অংশ নিয়েছিলেন। অল্প থেকে মধ্যবয়সী মহিলারা একে অপরের কপালে চন্দনের টিকা দিয়ে ফুল, দূর্বা দিয়ে মঙ্গলকামনায় মগ্ন হন। এই বোন ফটোর মাধ্যমে দেশ থেকে করোণা নির্মূল হোক এবং সকলেই যেন শান্তি বিরাজ করে এই কামনায় এদিন শহরেরই একাংশ মহিলারা জড়ো হয়েছিলেন।

বোনফোঁটার আয়োজক কর্তৃপক্ষের এক সদস্য শ্রেয়স্রী দে বলেন, কয়েক বছর ধরে আমরা এই বনফোটার আয়োজন করে এসেছি। কালী পূজার দুইদিন পরে যেমন ভাইফোঁটা উৎসব পালিত হয়। কিন্তু বোনফোটার সঠিক একটি দিন দেখেই আমরা একে অপরের সহপাঠী বান্ধবীদের ফোটা দিয়ে তাদের মঙ্গল কামনায় এই কর্মসূচি পালন করেছি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর