পৃথিবীর সবথেকে দূষিত শহরের তকমা পেল পাকিস্তানের লাহোর - Bangla Hunt

পৃথিবীর সবথেকে দূষিত শহরের তকমা পেল পাকিস্তানের লাহোর

By Bangla Hunt Desk - November 19, 2021

পৃথিবীর সবথেকে দূষিত নগরী ঘোষিত হয়েছে পাকিস্তানের শহর লাহোর। সম্প্রতি প্রকাশিত এক এয়ার কোয়ালিটি মনিটর ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে। শহরটি ঢেকে আছে ঘন কুয়াশায়। ফলে গত কদিন ধরেই শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যায় ভুগছেন শহরটির বাসিন্দারা।

বুধবার (১৭ নভেম্বর) এয়ার কোয়ালিটি রেংকিং -এ লাহোরের দূষণের মাত্রা ছিল ৩৪৮। ৩০০ কে ধরা হয় দূষণের সর্বোচ্চ ভয়াবহ অবস্থা হিসাবে। সেক্ষেত্রে লাহোর এখন সর্বোচ্চ ভয়াবহ অবস্থারও উপরে রয়েছে। আল-জাজিরাকে শহরটির বাসিন্দারা জানিয়েছেন, এরইমধ্যে সেখানকার শিশুদের নিঃশ্বাসজনিত সমস্যা দেখা দিচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বায়ু দূষণের পরিমাণ ভয়াবহ মাত্রায় গিয়ে পৌঁছেছে। এর জন্য মূলত দায়ি দেশটিতে ব্যবহৃত নিম্ন মানের ডিজেল, ফসল পোড়ানো এবং শীতকালে বাতাসের গতি কমে যাওয়া। লাহোর প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের শহর। বহু বছর ধরেই বিশ্বের সবথেকে দূষিত নগরীগুলোর একটি হিসেবে পরিচিত এই শহর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর