মুখ্যমন্ত্রীর কাছে নালিশের পরেই বীজপুর থানার IC বদল, নতুন আইসি জয়প্রকাশ পাণ্ডে - Bangla Hunt

মুখ্যমন্ত্রীর কাছে নালিশের পরেই বীজপুর থানার IC বদল, নতুন আইসি জয়প্রকাশ পাণ্ডে

By Bangla Hunt Desk - November 18, 2021

বীজপুরে চুরি ডাকাতির মতো ঘটনা বাড়ছে। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকার মুখ্যমন্ত্রীর কাছে নালিশের পরেই বীজপুর থানার IC বদল, নতুন আইসি জয়প্রকাশ পাণ্ডে।

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানেই বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারি মুখ্যমন্ত্রীকে নালিশ করেন বীজপুরে চুরি ডাকাতির মতো ঘটনা বেড়ে গেছে।

আরো পড়ুন- চিংড়িঘাটায় কেন রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে? পুলিশকে ‘ইগো’ মিটিয়ে সতর্ক হতে বললেন মমতা

সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বীজপুর থানা IC সঞ্জয় বিশ্বাস। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন কেনো বীজপুরে চুরি ডাকাতির ঘটনা বাড়ছে।

সেখানে IC সঞ্জয় বিশ্বাস মুখ্যমন্ত্রীকে বলেন, প্রত্যেক-কে গ্রপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে । কিন্তু সেই উত্তরে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হতে পারেন নি। সঙ্গে সঙ্গে তিনি ব্যরাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মাকে বলেন যে কয়েকটি জায়গায় পুলিশ অফিসারের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর তার কয়েক ঘন্টা জেতে না জেতেই বীজপুরের IC সঞ্জয় বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাকে সুন্দরবন পুলিশের ট্রাফিকের ইনস্পেক্টর করে কাকদ্বীপে বদলি করা হয়েছে। আর তার জায়গায় নিয়ে আসা হয়েছে আলিপুর দুয়ারের ইনস্পেক্টর জয়প্রকাশ পান্ডেকে। তাকে বীজপুর থানার নতুন IC করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর