Poush Mela: এবার পৌষমেলা হবে? তিন দিনের মধ্যে না জানালে আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের - Bangla Hunt

Poush Mela: এবার পৌষমেলা হবে? তিন দিনের মধ্যে না জানালে আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

By Bangla Hunt Desk - November 16, 2021

পৌষমেলা করতে মরিয়া ব্যবসায়ীরা। মেলা করার দাবিতে তাঁরা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কর্তৃপক্ষকে তিন দিন সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তাঁরা সিদ্ধান্ত না জানালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।

অতিমারির কোপে গত বারের মতো এ বারও পৌষমেলা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মেলার দাবিতে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির সভাপতি এবং মেলার মাঠ বাঁচাও কমিটির সদস্য আমিনুল হুদা জানিয়েছেন, পৌষমেলা শুরু করার জন্য পৌষমেলা কমিটির কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি ২০১৯ সালে পৌষমেলায় অংশ নিতে গেলে যে সিকিউরিটি টাকা জমা দিতে হয় যা পরে ফেরত পাওয়া যায় সেই টাকা এখনও আমরা ফেরত পাইনি। টাকা ফেরতের দাবি আমরা জানিয়েছি। বিশ্বভারতীর কর্মসচিবকে ইমেল মারফত মেলা চালু করার আবেদন করা হয়েছে। পৌষমেলা না হওয়ার ফলে স্থানীয় গ্রামীণ ব্যবসায়ীদের অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয়েছে। অবিলম্বে পৌষমেলা শুরু না করলে বহু ক্ষুদ্র ব্যাবসায়ী আত্মহত্যার পথ বেছে নিতে হবেন। পৌষমেলা কমিটি তিনদিনের মধ্যে কোনও সদুত্তর না দিলে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। ব্যবসায়ীরা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন এলাকার প্রান্তিক গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পীদের শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই পৌষমেলার সৃষ্টি করেছিলেন, আমরা সেই সৃষ্টিকে কোনও ভাবেই হারিয়ে যেতে দেব না।

ব্যবসায়ী সমিতির সভাপতি এবং মেলার মাঠ বাঁচাও কমিটির সদস্য সুনীল সিংহ বলেন, ‘‘পৌষমেলার উপর বোলপুরের অর্থনীতি নির্ভর করে। আমরা মেলা করার জন্য কমিটির কাছে আবেদন করেছি। ওঁরা কী উত্তর দেন সে দিকে তাকিয়ে আছি। পৌষ মেলা যে ভাবেই হোক আমরা করব। প্রয়োজনে রাজ্য সরকারের সহযোগিতায় করব।’’

করোনার কারণে গত বছর থেকে বন্ধ শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। তা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বিবাদেও জড়িয়ে পড়েন মেলায় আগত ব্যবসায়ীরা। মেলা করার দাবিতে সোমবার শান্তিনিকেতনের কেন্দ্রীয় কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় মিছিল করা হয় কমিটির তরফে। ব্যবসায়ী সমিতির সদস্য নুরুল হুদা জানিয়েছেন, তিন দিনের মধ্যে কর্তৃপক্ষের থেকে উত্তর চাওয়া হয়েছে। না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর