Manipur Terrorism: মণিপুরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

Manipur Terrorism: মণিপুরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - November 13, 2021

মণিপুরের চুরাচন্দ্রপুর জেলায় অসম রাইফেলসের এক কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। আচমকা ওই হামলায় নিহত হয়েছেন এক কমান্ডিং অফিসার তার স্ত্রী ও ছেলে সহ ৬ জন। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Tweet) করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের টুইটার হ্যান্ডেলের (Twitter) শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গিদের জঘন্য হামলার তীব্র নিন্দা করছি। সিও এবং তাঁর পরিবারের সদস্য-সহ পাঁচজন সাহসী সৈনিককে হারিয়ে আমি মর্মাহত।
শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বিচারের অপেক্ষায় গোটা জাতি!”

এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অসম রাইফেলসের ওই কমান্ডিং অফিসারের নাম বিপ্লব ত্রিপাঠি। এছাড়াও নিহতের তালিকায় রয়েছেন বিপ্লবের স্ত্রী, সন্তান ও গাড়ির চালক-সহ আরও ৩ জন। কনভয়ে বিপ্লবের পরিবারের লোকজন ছাড়াও ছিল কুইক অ্যাকশন টিমের জওয়ানরা। কোন জঙ্গি গোষ্ঠী ওই হামলার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। সন্দেহ করা হচ্ছে হামলা চালিয়েছে মণিপুরের পিপিলস লিবারেশন আর্মি।

গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এক টুইটে তিনি লিখেছেন, এই ঘটনার তীব্র নিন্দা করছি। যেভাবে ৪৬ নম্বর অসম রাইফেলসের কনভয়ের উপরে হামলা করা হয়েছে তা কাপুরুষোচিত। এই ঘটনায় সিও, তার পরিবার এবং আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌংছে গিয়েছে রাজ্য পুলিস। যার ওই হামলার সঙ্গে জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর