গোয়ায় খেলা শুরু তৃনমূলের, রাজ্যসভায় TMC প্রার্থী হচ্ছেন লুইজিনহো ফেলেইরো - Bangla Hunt

গোয়ায় খেলা শুরু তৃনমূলের, রাজ্যসভায় TMC প্রার্থী হচ্ছেন লুইজিনহো ফেলেইরো

By Bangla Hunt Desk - November 13, 2021

রাজ্যসভার আসনে তৃণমূল কংগ্রসের প্রার্থী হচ্ছেন লুইজিনহো ফালেইরো। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ২৯ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।

মঙ্গলবার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেবেন ফালেইরো। ‘দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী’, ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের।

গত সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো। তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বেও রয়েছেন ফালেইরো।

তৃনমূলের এক শীর্ষ নেতা বলেন, “আগামী সপ্তাহে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় নির্বাচিত করবে তৃণমূল। আগামী বছর গোয়ার বিধানসভা নির্বাচনেও তিনি লড়াই করবেন।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর