বিয়ের দশ দিনের মাথায় গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় - Bangla Hunt

বিয়ের দশ দিনের মাথায় গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

By Bangla Hunt Desk - November 11, 2021

বালুরঘাট ; দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ভক্তিপুর এলাকায় বিয়ের দশ দিনের মাথায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে ওই গৃহবধূর 10 দিন আগে ভক্তিপুরেরই এক যুবকের প্রণয়ঘটিত কারণে বিয়ে হয়। আর বিয়ের দশ দিনের মাথায় ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এই ঘটনাতা ওই গৃহবধূর স্বামী পলাতক বলে গৃহবধূর পরিবারের লোকেরা জানিয়েছেন। গত পরশুদিন ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হলে তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে, এরপরে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার বালুরঘাট পুলিশ মর্গে নিয়ে আসা হয়। এই ঘটনায় ওই গৃহবধূর পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ করা হবে বলে জানা গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর