প্রচুর শূন্য পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার, আবেদন করুন আজই - Bangla Hunt

প্রচুর শূন্য পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার, আবেদন করুন আজই

By Bangla Hunt Desk - November 11, 2021

পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ফলে বেশ খুশির বাতাবরণ তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। এমন অনেক প্রার্থী রয়েছেন যারা শুধুমাত্র এই পুলিশ অর্থাৎ ডিফেন্স লাইনে যাওয়ার জন্যই পড়াশোনা করছেন। তাদের জন্য আরও একবার সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার। বেশ কিছুদিন আগেই প্রচুর কর্মী নিয়োগ হয়েছে পুলিশ কনস্টেবল পদে। এবার আবারও পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি বার করতে চলেছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত নতুন আরও থানা এবং ফাড়ি খোলার।

নতুন থানা এবং ফাড়ি খোলার সিদ্ধান্ত : মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একাধিক বড় থানাকে ভেঙে ছোট থানায় পরিণত করা হয়েছিল। এবং হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর সহ একাধিক পুলিশ কমিশনারেট করা হয়। গত বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বেশ কিছু নতুন থানা স্থাপন করার। এর মধ্যে একাধিক থানা তৈরির কথা বলা হয়েছে ব্যারাকপুর কমিশনে। এছাড়াও বেলঘরিয়া থানা থেকে দায়িত্ব ভাগ হয়ে তৈরি হতে চলেছে কামারহাটি এবং দক্ষিণেশ্বর থানা।

এছাড়াও নতুন থানা তৈরির কথা রয়েছে হালিশহর, নাগেরবাজার, জেটিয়া, শিবদাসপুর, বাসুদেবপুর এবং মোহনপুরে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু জায়গায় পুলিশ ফাড়ি খোলার। বাড়ুইপাড়া, আটচালা বাগনান এবং গোলঘরে নতুন পুলিশ ফাড়ি তৈরি হতে চলেছে। এছাড়াও পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের অধীনে দুইটি থানা খোলার চিন্তা ভাবনা করছে সরকার।

পুলিশে একাধিক নিয়োগ : বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে নতুন থানা ও ফাড়ি খোলার পাশাপাশি নতুন করে কর্মী নিয়োগের কথা নিয়েও আলোচনা করা হয়েছে। এই নতুন থানা পরিচালনা করতে একাধিক কর্মী প্রয়জন। এই দিকে লক্ষ্য রেখেই আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলেশে নিয়োগ বিজ্ঞপ্তি বের করা হবে। শুধু তাই নয়, ৯৯৮ জন পুলিশ আধিকারিক হিসেবেও নিয়োগ করা হডে বলে জানা গিয়েছে সূত্র মারফত। এবং এই নিয়োগ বিষয়ে খুব শীঘ্রই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর